মানুষের আসল ধর্ম হওয়া উচিত মানবসেবা। আর এই সেবার সর্ববৃহততম মাধ্যম হচ্ছে মসি অর্থ্যাৎ কালি। মসি (কালি) অসির (অস্ত্র) চেয়ে মহাশক্তিশালী। বর্তমান বিশে^ দা-কুড়াল, ছুরি-চাকু থেকে শুরু করে বন্দুক, রাইফেল, পারমাণবিক অস্ত্র, রাসায়নিক অস্ত্রসহ কত ধরনের মারণাস্ত্রই না রয়েছে মানুষ বা জীবক‚লের অনিষ্ট করার জন্য। এসব অস্ত্রপাতি দিয়ে একজন, দুজন বা হাজার জনের একসাথে ক্ষতি করা যেতে পারে। কিন্তু মসি ব্যবহার করে লেখনীর মাধ্যমে বিশে^র কোটি কোটি মানুষের বিবেককে একসাথে আলোড়িত করে সবচেয়ে ভালো, বৃহৎ, মহৎ কাজটি যেমন করা যায়, তেমনি এর উল্টোটাও করা যায়। বিজ্ঞ জ্ঞানী-বিজ্ঞানীগণ মসি ব্যবহার করে বিশ^ তথা সকল মানবজাতি ও জীবক‚লের কল্যাণ করেছেন, করছেন এবং করবেনও। যার ফলে তাঁরা মরেও অমর হয়ে থাকবেন চিরকাল। অন্যদিকে কিছু জ্ঞানপাপী স্বীয় হীন স্বার্থসিদ্ধির জন্য তাদের জ্ঞানকে সংবাদ মাধ্যমে জন-অকল্যাণে ব্যবহার করেন। তারা কিন্তু সময়ের আবর্তে ইতিহাসের আস্তাকুঁড়েই নিমজ্জিত হবে। এই বিশ^ চরাচরে যা কিছু মঙ্গল তা সবই হয়েছে মসির লেখনীর মাধ্যমে। উল্লেখ্য, সমস্ত বই, পত্র-পত্রিকা এক অর্থে প্রকাশনা মসি দিয়েই লিখিত। এ সবগুলোর উদ্দেশ্য প্রায় একই; তা হচ্ছে জনকলল্যাণ। পক্ষান্তরে, কোনো কিছু জনÑঅকল্যাণে বা মিথ্যাভাবে লিখিত হলে তা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়। আমার এই ক্ষুদ্র প্রয়াস (লেখা) শুধুমাত্র জনকল্যাণে বিবেকের তাড়নায় লেখা। আমার প্রকাশিত লেখাগুলো যদি মহাসমুদ্রের থেকে একটি সুঁচের অগ্রভাগ দিয়ে উঠানো এক বিন্দু পানির সমপরিমাণও জনকল্যাণে সহায়তা করে থাকে, তাহলে আমার এ শ্রম সার্থক মনে করে আত্মতৃপ্ত হবো। জীবন বাজি রেখে এভাবে মসি ব্যবহার করে যদি কলমযুদ্ধ না করতাম তাহলে বাংলদেশ ও আপনি, আমি যে যার অবস্থানে আছি তা থাকতে পারতাম কিনা সন্দেহ আছে! দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর বিদ্যুতের অসহনীয় লোডশেডিং নিয়ে আন্দোলনরত জনতাকে দমন করার অপপ্রয়াসে তৎকালীন বিএনপি জোট সরকারের পশুশক্তি কানসাটের মানুষের উপর গুলিবর্ষণ করে। সে সময় একজন গোলাম রব্বানী জনগণের সেবক হয়ে এগিয়ে আসেন এবং সরকারের পশুশক্তিকে রুখে দিতে সক্ষম হয়েছিলেন। তাঁর এ ভ‚মিকা আমাদের রাজনীতিবিদ, সুশীল সমাজের অনুকরণীয় হতে পারে, যা আমার লেখায় বর্ণিত হয়েছে। এমনও নানা প্রসঙ্গে আমি সমসাময়িক বিষয়াবলি নিয়ে অকুণ্ঠ চিত্তে লিখেছি। কোনো ভাবাবেগে তাড়িত না হয়ে সঠিক মতামত, সত্যটি লেখতে সচেষ্ট থেকেছি। এই বইতে মুদ্রিত আমার প্রায় সবগুলো লেখাই দৈনিক জনকণ্ঠে প্রকাশিত। নামে ও ছদ্ম নামে লেখাগুলো প্রকাশ করা হয়েছে। লেখাগুলি পূর্ব মুদ্রিত, তবুও প্রকাশের তারিখ দেখে সে সময়কার দেশের রাজনৈতিক ও সামাজিক অবস্থার কথা-চিন্তা করে পড়ার অনুরোধ করছি। তাহলে লেখার পূর্বাপর অবস্থার যথার্থতা বোঝা যাবে। কেননা, আমার সবগুলো লেখাই সে সময়কার সমসাময়িক এবং জাতির ক্লান্তিকালীন বিশেষ করে বিএনপি-জামায়াত জোট সরকারের অপরাজনীতির অবস্থার পরিপ্রেক্ষিতে লেখা এবং সম্ভাব্য সমাধানের নিমিত্তে সে সময়কালে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আওয়ামী লীগ সরকারকে সম্ভাব্য পরামর্শ দেওয়া। কাজেই লেখাগুলো প্রকাশে জীবনের ঝুঁকিও নিতে হয়েছে। বিচারের ভার সম্মানিত পাঠকের।