বিরল প্রতিভাবান আলেমে দীন, যশস্বী লেখক ও চিন্তাবিদ, বিচক্ষণ ও দূরদর্শী রাজনীতিক মাওলানা আবুল কালাম আজাদ রচিত 'দাওয়াত ও আযীমাত' দুই মলাটে আবদ্ধ এক মহাসাগরের নাম, যা শুষ্ক প্রাণে জোয়ার আনে, মৃত ভূমি সজীব করে, আর মুক্তাসন্ধানীর আঁচল পূর্ণ করে দেয় অমূল্য সব মণিমুক্তা দিয়ে। বোদ্ধামহলের দৃষ্টিতে এ গ্রন্থ পাঠ-প্রয়োজন তালিকার শীর্ষে অবস্থান করে। বাংলাভাষী তৃষাতুর পাঠককে উর্দূ ভাষায় রচিত এ গ্রন্থ দিয়ে তৃপ্ত করতে বাংলা ভাষায় এর রূপান্তর করার দূরূহ কাজটি আঞ্জাম দিয়েছেন প্রতিভাবান প্রথিতযশা আলেমে দীন বন্ধুবর মাওলানা আহমদ মায়মূন। আল্লাহ তা'আলা তাঁর কলমে বরকত দান করুন। হযরত মাওলানা বইটির কেবলই ভাষান্তর করেছেন তা নয়; বরং তিনি বইটির তত্ত্ব ও তথ্যগত সম্পাদনা করে এর বিশুদ্ধতা ও যথার্থতা ফুটিয়ে তোলার জন্যও যথেষ্ট মেহনত করেছেন। সেইসঙ্গে বহু তথ্যবহুল পাদটিকা যুক্ত করে এ তথ্যভাণ্ডারে প্রয়োজনীয় সমৃদ্ধি এনে দিয়েছেন। তাছাড়া কিছু এমন টিকাও যুক্ত করেছেন, যা মূল বইয়ের অস্পষ্টটা ও অসঙ্গতি দূর করে এটিকে সকল শ্রেণীর পাঠকের জন্য একখানি উপকারী গ্রন্থে পরিণত করেছে। —মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম