বিলাতে বাঙালির ইতিহাস রচনায় এক পুরোধা লেখক-গবেষক ফারুক আহমদ। জন্ম ১৯৬৪ সালের ২২ জানুয়ারি গোলাপগঞ্জ থানার গোয়াসপুর গ্রামে। ছাত্রজীবন থেকেই সাহিত্য চর্চা ও সাংবাদিকতার সঙ্গে জড়িত। রেডিও বাংলাদেশের অনুমোদিত গীতিকার ও নাট্যকার। লন্ডন থেকে প্রকাশিত মাসিক লন্ডন বিচিত্রার প্রধান সম্পাদক ও প্রকাশক ছিলেন। শিক্ষাক্ষেত্রেও রয়েছে তার অসামান্য অবদান। তিনি বর্তমান রাণাপিং আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক; গোলাপগঞ্জ কোয়ালিটি ইংলিশ মিডিয়াম স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং গোয়াসপুর কুতুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। তার গবেষণামূলক গ্রন্থগুলোর মধ্যে রয়েছে-‘বিলাতে বাংলা সংবাদপত্র ও সাংবাদিকতা’ (২০০২); ‘বিলাতে বাংলার রাজনীতি’ (২০১২); ‘গোলাপগঞ্জের ইতিহাস’ (২০১৫); ‘সাপ্তাহিক জনমত : মুক্তিযুদ্ধের অনন্য দলিল’ (২০১৬); ‘বিলাতে বাংলা সাহিত্য ও সংস্কৃতিচর্চা’ (২০১৮) ও ‘বিলাতে বাঙালি অভিবাসন’ (২০২১); ‘Bengali Journals and Journalism in Britain (2000), Bengal Politics in Britain Logic, Dynamics and Disharmony (2010); Bengali Settlement in Britain (2020). ফারুক আহমদ গবেষণামূলক লেখালেখির জন্য ২০১৩ সালে বাংলা একাডেমি প্রবাসী লেখক পুরস্কার লাভ করেন। তিনি ১৯৮৯ সাল থেকে লন্ডনবাসী।