গীতিকার শাহ আবদুল ওদুদ স্কুল জীবন থেকেই ভাবের জগতে বসবাস করছেন। ভাবের দেশের অধিবাসী হিসেবে হাইস্কুল জীবন থেকে ভক্তিমূলক, আধুনিক ও আঞ্চলিক গান লিখে আসছেন। ইতিপূর্বেই প্রকাশিত হয়েছে তাঁর ৪টি গানের বই। ২০১০ খ্রি. থেকে তিনি সপরিবারে ইংল্যান্ডে বসবাস করে আসছেন। প্রবাসে জীবিকা অর্জনের দায়ে সংগীত এবং গান লেখা থেকে অনেকে সরে গেলেও তিনি সে পথে হাঁটেননি। তাই তিনি অবিরাম লিখে যাচ্ছেন। প্রবাসে বসে লেখা গানের পাÐুলিপি হলো ‘সাধুসঙ্গ’। মনের যত দুঃখ-কষ্ট, প্রেম-ভালোবাসা, বিরহ-বেদনা তিনি গানের মাধ্যমেই ব্যক্ত করেছেন। দেশের ও বিদেশের পাঠকদের কাছে বিনীত আবেদন রইল ‘সাধুসঙ্গ’ বইটির গানগুলো পড়ার আর শিল্পী কিংবা সুরকার হলে গানগুলোতে কণ্ঠ মিলানোর অনুরোধ জানাচ্ছি। নানা জায়গার পাঠাগারে যোগ্য স্থান পাবে এবং পরবর্তী প্রজন্মের কাছে এই সৃষ্টিগুলোর সঠিক মূল্যায়ন হবে। ইতিপূর্বে প্রকাশিত গীতিকার শাহ আবদুল ওদুদের গানের বইয়ের প্রায় সবগুলো গানই বিভিন্ন শিল্পীদের কণ্ঠে গীত হয়েছে। গানগুলো যোগ্য সুরকার ও শিল্পীদের কাছে সমাদৃত হবে, গীত হবে এবং লেখক তাঁর যোগ্য সম্মানে ভ‚ষিত হবেন এবং সংগীতপ্রেমীদের মাঝে তাঁর এই সৃষ্টির মাধ্যমে বেঁেচ থাকবেন অনাগত কাল পর্যন্ত। তা হলেই বোধ হয় প্রকৃতরূপে সার্থকতা হাসিল হবে। শাহ আবদুল ওদুদের মরমি সাধনা সাফল্যের সীমারেখা স্পর্শ করুক।