১০০ সুসাব্যস্ত সুন্নাত - আল্লাহ তা'আলা মানুষকে হেদায়েতের পথে রাখার জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, তাদের কাছে হেদায়েতের কিতাব পাঠিয়েছেন, মানুষ যেন জাহান্নামের পথ থেকে নাজাত পায়, জান্নাতের অনাবিল আনন্দের পথে বিচরণ করে, সেই ধারাতেই আল্লাহ তা'আলা আমাদের কাছে প্রিয় রাসূল মুহাম্মাদুর রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন যে, যারাই তাঁর রাসুলের আদর্শ বা সুন্নাতকে অনুসরণ করলো, মেনে চললো তারা যেন স্বয়ং আল্লাহ তা'আলাকেই মেনে চললো, যারা রাসুলের নাফারমানী করলো তারা যেন আল্লাহ তা'আলারই নাফারমান হলো, যারা রাসুলের অনুসরণ করলো তাদেরকে আল্লাহর ভালোবাসা এবং ক্ষমার প্রতিশ্রুতি দেওয়া হলো, জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হলো, কঠিন সময়ে তাঁর আদর্শকে মেনে চললে ৫০ জন শহীদ সাহাবীর নেকী দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহ, এক্ষণে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে সেই প্রিয় রাসূলের সুন্নাত বা আদর্শ সম্পর্কে জানা এবং সেটার অনুসরণ করা। ১০০ সুসাব্যস্ত সুন্নাত বইটিতে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুরুত্বপূর্ণ ১০০টি সুন্নাতের সন্নিবেশ করা হয়েছে যা একজন সুন্নাহর অনুসারী পাঠকের জন্য মণিমুক্তার চেয়েও দামী উপহার হবে আশা করছি ইন শা আল্লাহ।