কাজী নজরুল ইসলামের পূর্ব পুরুষরা পাটনার অন্তর্গত হাজীপুরের অধিবাসী ছিলেন। সম্রাট শাহ আলমের সময় তাঁরা বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া গ্রামে এসে বসবাস আরম্ভ করেন। মোগল আমলে এখানে যে একটি বিচারালয় ছিল তার কাজীরা আয়মা সম্পত্তি ভোগ করতেন। কাজী নজরুল ইসলাম এই কাজী বংশেরই সন্তান। তাঁর বাড়ির পূর্ব দিকে রাজা নরোত্তম সিংহের গড় আর দক্ষিণে পীর পুকুর। এই পুকুরের পূর্ব পাড়ে পীর পুকুরের প্রতিষ্ঠাতা হাজী পালোয়ানের মাজার এবং পশ্চিম পাড়ে একটি ছোট মসজিদ। নজরুলের পিতা ও পিতামহ সমস্ত জীবন ধরে এই মাজার ও মসজিদের সেবা করে পরিবারের ভরণপোষণ করে গেছেন। নজরুলের পিতা কাজী ফকির আহমদ স্বধর্মে নিষ্ঠাবান ছিলেন; কিন্তু অন্য কোন ধর্মের প্রতি তাঁর কোন বিদ্বেষ ছিল না। তিনি একজন উদার প্রকৃতির মুসলমান ছিলেন। ধর্মের ক্ষেত্রে পিতার এই উদারতা নজরুল উত্তরাধিকার হিসেবে পেয়েছিলেন। তাছাড়া ফারসি ও বাংলা ভাষার প্রতি গভীর অনুরাগও কবি পিতার কাছ থেকেই লাভ করেছিলেন। কাজী ফকির আহমদ মাতৃভাষা বাংলার প্রতি অনুরক্ত ছিলেন। [দ্র. সুশীলগুপ্ত (১৩৮৪, ৩৪)] নজরুলের জন্মের সময় ফকির আহমদের আর্থিক অবস্থা মোটেই ভাল ছিল না।
মােঃ আবদুর রহিম জন্ম: ২১ শে অক্টোবর ১৯৬৫ পিতা: মরহুম হাজী মােঃ আছমত আলী মাতা: মরহুমা রেজিয়া খাতুন, গ্রাম: কোদালিয়া ডাকঘর: কালিকাপুর - ৩৫০০, বুড়িচং, কুমিল্লা। এস এস সি ১৯৮১ এবং এইচ এস সি ১৯৮৩ সাল। উভয় পরীক্ষায় কুমিল্লা বাের্ডের অধীনে মেধা তালিকায় স্থান (ডাবল স্ট্যান্ড) অর্জন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে অনার্স এবং মাস্টার্স। ডিপ্লোমেট এসােসিয়েট অব ইন্সটিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (DAIBB)। আজীবন সদস্য, ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসােসিয়েশন বাংলাদেশ (BWAB), ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনি এসােসিয়েশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় ‘৮৩ ফাউন্ডেশন ১৯৯০ সালে ব্যাংকিং পেশায় যাত্রা শুরু। উত্তরা ও ন্যাশনাল ব্যাংকের বারােটি শাখায় দীর্ঘ সাতাইশ বৎসরের অধিক কাল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন। বর্তমানে ন্যাশনাল ব্যাংকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত। খণ্ডকালীন (ব্যাংকিং) প্রশিক্ষক। এক যুগের অধিক কাল ধরে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল-এর সঙ্গে সংশ্লিষ্ট। দেশ-বিদেশে ব্যাংকিং সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ। ভারত, শ্রীলংকা, নেপাল, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, সংযুক্ত আরব আমিরাত ইত্যাদি দেশ ভ্রমণ ।। স্ত্রী অধ্যাপিকা নাসরিন জাহান, ছেলে সাফকাত সামিন ও মেয়ে রিফা তাসফিয়া-কে নিয়ে তাঁর পারিবারিক জীবন।