আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। কুরআন ও হাদীসের আলোকে এই জীবনব্যবস্থাকে পুক্সক্ষানুপুক্সক্ষরূপে আঁকড়ে ধরা আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমাদের ধর্মের মূল স্তম্ভ পাঁচটি। এগুলো হলোÑ কলেমা, নামাজ, রোজা, হজ ও জাকাত। ইসলামের এ পাঁচটি বিষয় সহিহভাবে পালন করতে হলে অজু, গোসল, খাওয়া, চলাফেরা, কাপড় পরা, ঘুমাতে যাওয়া, গাড়িতে উঠা, গাড়ি থেকে নামা, সালাত আদায়, রোজা বা সিয়াম পালন করা, হজ করা, জাকাত দেয়া ইত্যাদি প্রতিটি কাজেরই মাসলা-মাসায়েল আমাদের পূর্ণাঙ্গরূপে জানা থাকা দরকার। সালাত আদায় করা, পবিত্র কুরআন পাঠ করা, আমাদের ব্যক্তিগত জীবনে প্রতিবেশী, আত্মীয়-স্বজনদের নিয়ে ব্যক্তিগত জীবনাচারের প্রতিটি ক্ষেত্রেই রয়েছে কুরআনের আদেশ-নিষেধ আর রাসূলের (সা.) উপদেশ। যা অত্যন্ত সচেতনতার সঙ্গে প্রতি পদে পদে আমাদের মেনে চলা ও অনুসরণ করা পবিত্র দায়িত্ব। আমাদের প্রিয়নবী মহানবী হজরত মুহাম্মাদ (সা.) প্রতিটি কাজ যেভাবে করতেন, আমাদের উচিত সেভাবেই কাজগুলি করা। আর এটা যখন আমরা করতে পারব তখন আমাদের প্রতিটি কাজই ইবাদত হিসেবে পরিগণিত হবে। মুমিনের কোনো কাজ যখন আল্লাহর হুকুম ও রাসূল (সা.)-এর সুন্নাত মোতাবেক হয়, তখন তা ইবাদত হিসাবে পরিগণিত হয়। তাই আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজ শরিয়তসম্মত ও ইবাদতের অঙ্গীভূত হওয়ার জন্য আল্লাহর হুকুম ও রাসূল (সা.)-এর উপদেশ মতো হওয়া বাঞ্ছনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতিটি কাজে কল্যাণ নিহিত রেখেছেন। যাতে বান্দাকে পরকালে নাজাত দান করতে পারেন। তাই তো কুরআন ও হাদিসে বান্দার প্রায় প্রতিটি কর্মের জন্য রয়েছে নির্ধারিত দোয়া ও ইবাদত। এসব দোয়া ও ইবাদত যদি আমরা নিয়মমাফিক অনুসরণ করি তাহলে আমাদের জীবনের প্রতিটি কাজ হবে বরকতময় । ‘দাওয়াহ : মুমিন জীবনের মিশন’ গ্রন্থে আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রয়োজনীয় ও জীবনের প্রতি পদে পদে দরকারি বিভিন্ন সালাত আদায়ের পূর্ণাঙ্গ পদ্ধতি, দোয়া ও সুরাসমূহ লিপিবদ্ধ করা হয়েছে। এছাড়া রোজা, হজ ও জাকাত বিষয়ে আলোচনা রয়েছে। দাওয়াহ বিষয়ে বিস্তারিত আলোচনাও করা হয়েছে বইটিতে। আশা করি প্রতিটি পাঠক এ বইটি পড়ে অনেক অনেক গুরুত্বপূর্ণ দোয়া, সুরা ও সালাত সম্পর্কিত বিভিন্ন মাসলা-মাসায়েল জানতে পারবেন এবং উপকৃত হবেন ইনশাআল্লাহ। অনেক সচেতনতা অবলম্বন করা সত্ত্বেও বইটিতে কিছু ভুল থেকে যেতে পারে। তার জন্য পাঠককুলের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি। পরবর্তী সংস্করণে সকল ভুল সংশোধন করে দেয়া হবে। ইনশাআল্লাহ। সাইয়েদা আনজুম আরা ইস্ট লন্ডন যুক্তরাজ্য