দরিদ্র দেশের দরিদ্র পরিবেশে সুন্দরকে খুঁজেই বার করতে হয়। আবার অনেক সময় যখন সুন্দর আমাদের সমুখে এসে দাঁড়ায় তখন আমরা তাকে ঠিক চিনতে পারি না। বাঙালির জীবনে ফুলের বেলায় এ আক্ষেপ বোধ হয় অকারণ নয়। বর্তমান গ্রন্থে রয়েছে ৪৪টি বাংলার ফুলের আলোকচিত্র। চিত্রগুলো ফুলকে সুন্দররূপে উপস্থাপিত করবার জন্য নয়। ফুল আপনি সুন্দর। তার আসল রূপেই তাকে তুলে ধরবার চেষ্টা করেছেন গ্রন্থকার। রজনীগন্ধা দিয়ে শুরু। শুভ্র বেলী, দোলনচাঁপা, যুই, কার্মিনী, গন্ধরাজের সারি পেরিয়ে সুগন্ধি বকুল, হাসনাহেনা, তারপরে কদম ফুল, মালতী আর কাঠ-মালতীর ঝাঁক। করবী দিয়ে রঙ-বেরঙের ফুলের ভিড় শুরু। তাতে এসে মিশেছে মাধুরীলতা, রঙন, জবা, গাঁদা, কলকে, কলমি, দোপাটি, অপরাজিতা, সন্ধ্যামালতী, নয়নতারা, কানুর, নীলমণি লতা। কাঠ চম্পা, নাগেশ্বর, জারুল, সোনালুর মাঝে রয়েছে পাতার আড়ালে প্রায় লুকিয়ে থাকা চাঁপা, কাঁঠালিচাঁপা, কনকচাঁপা। বসন্ত আসে। কাঞ্চন ফুলে গাছ ছেয়ে যায়। কৃষ্ণচূড়া, পলাশ, শিমুল, পারিজাত, অশোক, আফ্রিকান টিউলিপ রঙের হুল্লোড় তুলে আসে। রঙের বাহারের পরে শাপলা ও পদ্মের সজল স্নিগ্ধতা। মেলা শেষ হয় শুচিস্নিগ্ধ শিউলিতে
Mahfuzur Rahman. Economist. He obtained Master's degrees in economics from Dhaka and Manchester Universities and Ph.D from the Netherlands School of Economics, Rotterdam. Dr. Rahman worked in the East Pakistan Planning Department and later in the Bangladesh Planning Commission before joining the United Nations in New York in 1976. He retired from the organization as an assistant director of economic policy analysis. He lives in New York. Flowers are his passion and he loves to capture them, particularly flowers of Bengal, in photographs. His works as an economist never got in the way of his pursuit of that passion. The result is the present collection of photographs of flowers of Bengal. With characteristic modesty, he disclaims, in the introduction, any knowledge of botany. All that matters to him is that the reader should find in these flowers a thing of beauty and joy.