মানুষ ও অন্যান্য জীবের জন্য এবং পৃথিবীতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য গাছ, ফল ও কাঠের আরুত্ব পবিত্র কোরআন শরীফে উল্লেখ করা হয়েছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) সুস্থ জীবন যাপনের জন্য এবং বিশ্বের সমস্ত জীবের চাহিদা পুরণের জন্য বৃক্ষরোপণ ও লালন-পালনের উপর অপরিসীম গুরুত্ব দিয়েছেন। যদিও আমরা সাধারণত গাছপালা সম্পর্কে ইসলামে প্রদত্ত সম্পর্কে কিছুটা জানি, কিন্তু পবিত্র কোরআন এবং হাদিসে তাদের উল্লেখ সম্পর্কে সবাই সমানভাবে সচেতন নই। তাই, আল্লাহর রহমতে, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ ও উদ্ভিদের মূল্য সম্পর্কে পাঠকদের অবগত করতে এবং আমরা যেখানে বাস করি তার আশেপাশের পরিবেশ উন্নত করতে সকলকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে এ বইটি লেখার কথা ভাবলাম । দেশের প্রবৃদ্ধি ও উন্নয়ন পরিমাপক সূচকগুলোর দিকে তাকালে বাংলাদেশ বিগত বছরগুলোতে যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে । তথাপি বিভিন্নভাবে, যেমন গাছ কাটা, যেখানে সেখানে বর্জ্য ফেলা, বায়ুদূষণ এবং শব্দ দূষণের কারণে পরিবেশের অবনতি ঘটছে । বায়ু, শব্দ, পানি ও মাটি দূষণ এবং কঠিন বর্জ্য অপসারণ না করা বাংলাদেশের পরিবেশের প্রধান সমস্যা বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা ও ব্যবস্থার ঘাটতি, সঠিক ভূমি ব্যবহার না করা, দ্রুত নগরায়ন, অধিক জনসংখ্যা এবং শিল্পায়নের কারণে পরিবেশ দূষিত হচ্ছে । পরিবেশের মান উন্নয়নের জন্য সকলের বৃক্ষ রোপণে আগ্রহ জন্মালে এই প্রয়াসটি সার্থক হবে।