ফ্ল্যাপে লিখা কথা বাংলাদেশ পরিবেশ আন্দেলনের অন্যতম কর্মি রহীম শাহ। পাখি ও বন্যপ্রাণী সম্পর্কে তাঁর আগ্রহ অত্যধিক। পাখি ও বন্যপ্রাণী নিয়ে প্রচুর লিখছেনও। পাখি সম্পর্কে এটি তার তৃতীয় বই। এ পর্যন্ত তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা এখন ৩০। বংলাদেশের স্বাধীনতার রজতজয়ন্তী উপলক্ষে ‘মুক্তিযুদ্ধ: পঁচিশ বছর’ নামে একটি সংকলন সম্পাদনা করে হয়েছেন আলোচিত। ‘পাখির জন্যে ভালোবাসা’ তাঁর পাখিবিষয়ক তৃতীয় বই। পাখির প্রতি অসীম ভালোবাসা থেকে তার এই বই লেখা। তিনি বিশ্বাস করেন, একটি শিশু যখন দেখতে শেখে, দেখে-দেখে উৎফুল্ল হতে শেখে, তখন তার কাছে খুব প্রিয় হয়ে ওঠে পাখি। ঘরের চৌকাঠ পেরুলেই সে দেখতে পায় পাখি। এসব পাখিদের মধ্যে আছে কাক, চড়ুই, শালিক, দোয়েল, বুলবুলি-আরও কত কি। শিশুরা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে পাখিদের দিকে। পাখিদের নানা রঙ দেখে আশ্চর্য হয়। পাখিদের গান শুনে মুগ্ধ হয়। পাখিদের ওড়াউড়ি দেখে তাদের চাঞ্চল্য বাড়ে। এসব দেখে-দেখে সে নিজেকে তৈরি করতে শেখে। পৃথিবীর সুন্দর সম্পর্কে সে অবহিত হয়। পখির প্রতি শিশুদের ভালোবাসাকে আরও বাড়ানোর জন্য বই। বইটিটর পাতায় পাতায় দেয়া আছে আমাদের আশেপাশের পাখিদের নাম। যা তে করে শিশুরা বইয়ের পাখির সাথে মিলাতে পারে প্রকৃতির পাখিকে। এই বই চেনার জন্যও সহায়ক হবে।
Rahim Shah-১৯৫৯ সালের ৩রা অক্টোবর চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ায় রহীম শাহ জন্মগ্রহণ করেন। তাঁর আদিবাস চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মোহাম্মদপুরের কাজীবাড়ি। কে. এম. আবদুস শুকুর এবং সৈয়দা রিজিয়া বেগমের পঞ্চম সন্তান তিনি। পেশায় সাংবাদিক। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের অন্যতম কর্মী রহীম শাহ শিশু ও পরিবেশবিষয়ক বেসরকারি সংস্থা শাপলা দোয়েল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং এনসিসি (নেচার কনজারভেশন কমিটি)-এর ভাইস প্রেসিডেন্ট। প্রধানত শিশু-কিশোর সাহিত্যের লেখক। ১৯৭০ সাল থেকে লেখালেখির শুরু। বাংলাদেশের প্রায় প্রতিটি পত্রপত্রিকার নিয়মিত লেখক। এ-পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৫২। সাহিত্যকর্মের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন থেকে সম্মানিতও হয়েছেন। ইতোমধ্যে তিনি অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, কবি আবু জাফর ওবায়দুল্লাহ স্মৃতি পুরস্কার, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান স্বর্ণপদক, মওলানা ভাসানী স্মৃতি পুরস্কার, জসীমউদ্দীন স্মৃতি পুরস্কার, আবদুল আলীম স্মৃতি পুরস্কার, শিশু-কিশোর নাট্যম শিশুসাহিত্য পুরস্কার, আমরা কুঁড়ি শিশুসাহিত্য পদক, চন্দ্রাবতী একাডেমী শিশুসাহিত্য সম্মাননা, কথন শিশুসাহিত্য পদক, কবি কাজী কাদের নওয়াজ স্মৃতি স্বর্ণপদক, কবি গোবিন্দচন্দ্র দাশ সাহিত্য সম্মাননা এবং নওয়াব ফয়জুননেসা স্বর্ণপদক-এ ভূষিত হয়েছেন।