দুআ শব্দটি আরবী; এর অর্থ আহবান করা, ডাকা, প্রার্থনা করা, কোন কিছু চাওয়া ইত্যাদি। দুআর মাধ্যমে বান্দা সহজেই আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতে পারে। দুআ মুমিনের হাতিয়ার। আল্লাহ তাআলা বলেন, ﴿وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ﴾ ‘আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো।’ (সূরা মুমিন, আয়াত : ৬০) অন্যত্র আল্লাহ বলেন, ﴿وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ﴾ রাসূলুল্লাহ যখনই কোনো কঠিন সমস্যা বা বিপদ-মুসিবতের সম্মুখীন হতেন, তখনই আল্লাহর কাছে দুআ করতেন। আবু হুরায়রাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ কঠিন বিপদ, ধ্বংসের মুখোমুখি হওয়া, দুর্ভাগ্য এবং শত্রুর বিদ্বেষজাত আনন্দ থেকে আশ্রয় প্রার্থনা করতেন। (বুখারী : ৬৩৪৭) রাসূল বলেন, عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ্রأَلا أَدُلُّكُمْ عَلَى مَا يُنْجِيكُمْ مِنْ عَدُوِّكُمْ وَيُدِرُّ لَكُمْ أَرْزَاقَكُمْ؟ تَدْعُونَ اللَّهَ فِي لَيْلِكُمْ وَنَهَارِكُمْ، فَإِنَّ الدُّعَاءَ سِلاحُ الْمُؤْمِنِগ্ধ জাবির (রা) থেকে বর্ণিত, রাসূল বলেন, ‘আমি কি তোমাদের এমন একটি বিষয় বলে দিবো না, যা তোমাদেরকে তোমাদের শত্রুদের হাত থেকে রক্ষা করবে এবং তোমাদের রিযককে বাড়িয়ে দেবে? আর তা হচ্ছে, তোমরা তোমাদের দিন ও রাতে আল্লাহর কাছে দুআ করতে থাকবে। কারণ, দুআ মুমিনর অস্ত্র স্বরূপ।’ (আহমদ : ১৮১২) অন্য হাদীসে রাসূল বলেন, إِنَّ الدُّعَاءَ يَنْفَعُ مِمَّا نَزَلَ وَمِمَّا لَمْ يَنْزِلْ، فَعَلَيْكُمْ عِبَادَ اللَّهِ بِالدُّعَاءِ ‘নিশ্চয়ই দুআ বর্তমান বিপদাপদ এবং ঐ মুসিবতের ক্ষেত্রেও উপকারী, যা এখনও নাযিল হয়নি। অতএব, হে আল্লাহর বান্দারা! তোমরা দুআর গুরুত্ব অনুধাবন কর।’ (তিরমিযী : ৩৫৪৮)