লকডাউন ট্র্যাজেডি আমাকে করোনা আক্রমণ করেনি কিংবা আক্রমণ করেছিল হয়তো কিন্তু সুবিধা করতে পারেনি অজান্তেই বিদায় নিয়েছে। আমাকে আক্রমণ করেছে লকডাউন, আমি লকডাউনে সংক্রমিতো হয়ে ভেঙে চুড়ে গুলিয়ে গিয়েছি। কেউ জানে না, বুক পাঁজরের প্রতিটি হাড় ছিন্নভিন্ন, মজ্জাহীন, অন্তঃসার শূন্য হয়েছে। আমার মস্তিষ্কের নিউরনে জং ধরেছে আমার চিন্তাশক্তি অমানিশা গিলে খেয়েছে আমার হৃদয় হয়েছে রঞ্জিত তোমারি আঘাতে, লকডাউন। বলো না কেন এমন করলে কিছু বুঝে ওঠার আগেই সমস্ত শরীরে ছড়িয়ে পড়লে আমাকে প্রতিরোধের কোনো সুযোগই দিলে না। সত্যি করে বলো, আমাকে এভাবে ছিন্নভিন্ন করতেই কী ঈশ্বর তোমাকে পাঠিয়েছে নাকি আরো অনেকেরই জীবন এভাবেই এলোমেলো করেছ! জ্বলজ্বল করে জ্বলতে থাকা কতটি তারাকে আকাশ থেকে খসিয়েছ, আরো কতজনের ফুসফুসে বিষাক্ত বাতাস ভরে দিয়েছ, তার হিসাব কি আছে তোমার কাছে? আমি লকডাউনে সংক্রমিতো আমার হৃদয় হয়েছে ছিদ্র ছিদ্র আমার ধমণীতে ময়লা ঢুকে রক্তপ্রবাহ বন্ধ হতে চলেছে আমি চোখ বন্ধ করলেই লকডাউন ভূতের বীভৎস চিৎকার শুনে আঁতকে উঠি আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। এ যে করোনা সংক্রমণের চেয়ে লক্ষ কোটি গুণ ধ্বংসাত্মক এই সংক্রমণের কথা, কোনো বিজ্ঞানী জানেন না, জানেন না কোনো ডাক্তার, জানেন না দেশের সরকার। শুধু আমিই জানি, তাই হয়তো এই অসুখেই একদিন বিনা চিকিৎসায় ক্ষতবিক্ষত হৃৎযন্ত্র বন্ধ হয়ে যাবে আমার, কেউ জানবে না, কেউ না।