জীবন একটি বহতা নদী। বহমান স্রোতোধারায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাঁকে বাঁকে যেন ভাঙাগড়ার খেলা। ভাঙাগড়া, আনন্দ-বেদনা নিত্যদিনের সাথি। জীবনের পরতে পরতে জড়িয়ে আছে অসংখ্য স্মৃতিকথা। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু আনন্দ, হাসি, কান্না, পাওয়ানা পাওয়া এবং হারাবার বেদনা স্মৃতি হয়ে থাকে। জীবন মানেই ঘটনাবহুল নাটকের কয়েকটি দৃশ্যপটের বিভক্ত ইতিহাস। প্রতিটা মানুষের শৈশব থেকে কৈশোর এবং যৌবন থেকে প্রৌঢ় ও বার্ধক্য প্রতিটা অধ্যায়ই ঘটনাবহুল। কখনো বাবা-মায়ের আদরের নয়নমণি আবার কখনো সন্তানের বাবা অথবা মা। এই যে ধারাবাহিক পটপরিবর্তন এটাই মানবজীবনের গুরুত্বপূর্ণ ঘটনা। কেউ জন্মে কুঁড়েঘরে আবার কেউ জন্মে অট্টালিকায়। কিন্তু সেটা কোনো বিষয় না। মূল বিষয় হলো জীবনের সাফল্য ও ব্যর্থতা। কেউ কর্মগুণে হয় স্মরণীয়বরণীয় বা নন্দিত। আবার কেউ কর্মদোষে অথবা নিয়তির নিয়মে হয় ব্যর্থ ও নিন্দিত। আমার জীবনেও তেমনি আনন্দ, বেদনা, সফলতা ও ব্যর্থতা সবই অঙ্গাঙ্গিভাবে জড়িত। এঁকেবেঁকে ছুটে চলা জীবন নদীর গতিপথ যখনই পরিবর্তন হয়েছে তখনই কিছু না কিছু ভেসে গেছে স্রোতোধারায়। কখনো স্বপ্নে বিভোর হয়েছি আবার কখনও হারাবার বেদনায় নীল হয়েছি।