একজন বাবা যেমন তার সন্তান জন্মের আগমনী বার্তায় খুশি হন আমিও ততটাই খুশি হয়েছিলাম যখন আমার "হৃদির যত কথা" পান্ডুলিপি প্রকাশ করার জন্য “চারু সাহিত্যাঙ্গন” প্রকাশনীতে নির্বাচিত হয়। আমার বুকের ভেতর লালন করা কবিতা রুপক সন্তান গুলোর আত্ম প্রকাশ করে দেওয়ার জন্য “চারু সাহিত্যাঙ্গন” প্রকাশনীর প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ। এই বইয়ের কবিতা গুলো অতি সাম্প্রতিক এবং কোন খাতায় না লিখে সরাসরি মোবাইলের নোট প্যাডে লিখা। বইটি সব প্রেমের কবিতা দিয়ে সাজানো। প্রেম পৃথিবীর সবচেয়ে স্পর্শকাতর শব্দ। যাকে সঙ্গায়ীত করার জন্য কোন একক ধারণা নেই। ব্যক্তিভেদে রয়েছে আলাদা আলাদা সংঙ্গা। রয়েছে দৃষ্টি ভঙ্গিতে আকাশ পাতাল ব্যবধানে বিস্তর পার্থক্য। তবু সর্বজন স্বীকৃত প্রেমের মধ্যে যে পবিত্রতা আছে তার জন্য পৃথিবী এত মধুময়, স্বর্গীয় অপ্সরার মত নান্দনিক। প্রেমের জন্য মানুষ স্বপ্ন দেখে, বাঁচতে চায়, ঘর বাঁধতে চায়। প্রেমের সুতোয় চক্রাকারে ঘুরছে পৃথিবী। সৃষ্টি হচ্ছে ট্রয় ট্রাজেডি থেকে শুরু করে সবার অগোচরে কোন এক নির্জন কক্ষে ব্যার্থ প্রেমিক—প্রেমিকার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার মত ইতিহাস। যার উপর গড়ে উঠেছে ইলিয়াড ওডিসি রামায়ণ লাইলী মজনুর মত হাজার হাজার প্রণয় উপাখ্যান। প্রেম মানুষকে যেমন সুখী করতে পারে তেমন দুখীও করতে পারে। বানাতে পারে দেবদাস অথবা কালিদাস। কারণ প্রেমের পরিধি এত ব্যাপক যে এর উপর পৃথিবীর সমস্ত রং চড়ালেও প্রেম নিয়ে মানস কল্পনার ইয়ত্তা হবে না। তাই তো এক প্রেমিকাকে কখনো মন রাজ্যের রানী আবার কখনো সর্বনাশী রাক্ষসী অথবা পতিতা বলে ভাবতে কুণ্ঠিত হতে হয় না। যখন যা ইচ্ছে কল্পনার চাদরে মোড়ালেই হয়। বিষয় গুলো আরো পরিস্কার বুঝার জন্য অবশ্যই বইয়ের প্রতিটিা কবিতা পড়া বাঞ্ছনীয়।