সম্পাদকের কথা আমাদের গল্পঘরে প্রতিবছর কবিতা ও গল্প সংকলন প্রকাশিত হয়ে আসছে। প্রথম সংকলন আমাদের ‘গল্পঘরের কাব্যকথা’ দ্বিতীয় সংকলন ‘মেঘেঢাকা চাঁদ’ সবার ভালোবাসা ও আন্তরিকতায় সম্মিলিত সংকলন করা সম্ভব হয়েছে, আমাদের গল্পঘর থেকে। বরাবরের মত আসছে তৃতীয় সংকলন, গল্পঘরের সম্মানিত লেখকগণ লেখা পাঠিয়েছেন, সকল গুণি লেখকের লেখা নিখুঁতভাবে নির্বাচন করা হয়েছে, সবাই খুব ভালো লিখেন, নবীন প্রবীণ কবির লেখা এই সংকলনে স্থান করে নিয়েছে, সকলের সহযোগিতায় আমাদের গল্পঘরের এটা তৃতীয় সংকলন, ‘কবিতায় গল্পঘর’ নিখুঁতভাবে কবিতা নির্বাচন করার পরও যদি কোন ভুল-ত্রুটি থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিবেন। আসলে কাজ করলে সমালোচনা হয় এমনকি লিখলেও সমালোচনা হয় আর সমালোচনা হওয়া একজন লেখক বা সম্পাদকের জন্য ভালো, কেননা সুধরে নেবার সুযোগ পাওয়া যায়, প্রবীণদের কবিতা থেকে নবীণরা অনেকটা শেখার সুযোগ পায়। এখানে প্রবীণ লেখক আছেন অনেকে, তাদেরকে আন্তরিক ধন্যবাদ আমাদের সাথে থেকে সহযোগিতা করার জন্য। সবাই আমাদের গল্পঘরের সদস্য একটা পরিবার আর পরিবারকে একসাথে ধরে রাখার এই প্রচেষ্টা আমাদের। আশা করি পাঠক একটি ভিন্ন বৈচিত্র্যের বই উপহার পাবেন। যারা সঙ্গে থেকে আমাদের গল্পঘরের সম্মিলিত সংকলন করার সুযোগ করে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । সম্পাদনায় শিলু জামান