হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী ৮ সেপ্টেম্বর ১৮৯২ সালে কোলকাতার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শেখ শাহাবউদ্দীন সোহ্রাওয়ার্দী ছিলেন হোসেন শহীদ সোহ্রাওয়ার্দীর প্রতিতামহ, একজন খ্যাতিমান সাধক পুরুষ। এই পরিবারের নিবাস ছিল বর্তমান ইরাকের বাগদাদে। সেখানে অর্থাৎ বাগদাদের মাটিতে এই মহান সাধকের সুরক্ষিত মাজার তাঁর সুখ্যাতির পরিচয় বহন করছে। বাগদাদে ছিল সোহ্রাওয়ার্দী পরিবারের আদি নিবাস। মোগল শামনামলের শেষের দিকে সোহ্রাওয়ার্দী পরিবারের প্রতিষ্ঠা বাংলাদেশের মেদিনীপুর জেলায় বিশাল ভূ-সম্পত্তির মালিকানা লাভ করেন এবং স্থানীয়ভাবে বসবাস করতে থাকেন । কোলকাতায় ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা লাভের পর সোহ্রাওয়ার্দী পরিবারের অন্যতম বাসস্থান হয় কোলকাতা। সোহ্রাওয়ার্দী বংশের প্রতিষ্ঠাতা জনাব জিয়াউদ্দীন আবুল নজিব, আবদুল কাহির ইবনে আবদুল্লাহ খলিফা আবু বকরের বংশধর ছিলেন। পাক-ভারতের মুসলিম সংস্কৃতির পুরোধা হিসেবে এই পরিবারের সুনাম ছিল প্রচুর। শহীদ সোহরাওয়ার্দীর দাদা হোসেন তৎকালীন ভারতের একজন খ্যাতিমান আইনজীবী ছিলেন। তাঁর নানা হযরত মাওলানা ওবায়দুল্লাহ আলওয়ার্দী ছিলেন পারসি সাহিত্যে এমএ ও ভাষাতত্ত্বের একজন সুপণ্ডিত। আরবি ভাষায়ও তাঁর অসাধারণ পাণ্ডিত্য ছিল। এই পাণ্ডিত্যের স্বীকৃতিস্বরূপ তিনি ফোর্ট উইলিয়াম থেকে প্রশংসাপত্র লাভ করেছিলেন। তাঁর পিতা স্যার জাহিদ সোহ্রাওয়ার্দী। তিনি কোলকাতা হাইকোর্টের একজন সুপরিচিত বিচারপতি ছিলেন । কোলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে কলা অনুষদের ডীন নিযুক্ত করে তাঁর পাণ্ডিত্যকে যথাযোগ্য মর্যাদা দিয়েছিল।