।। তোমাকে বলছি সিরিজ- ২য় খন্ড ।। দুনিয়াতে মানব জাতির আগমন এর ধারা অব্যাহত রাখতে নারী পুরুষের মিলনের কোন বিকল্প নেই। এজন্য বিয়ে একটি সুন্দর ও পরিচ্ছন্ন মাধ্যম যার দ্বারা স্বামী স্ত্রী একে অপরের প্রতি ভালবাসা প্রকাশের সুযোগ পায় এবং দুনিয়ায় নবজাতকের আগমন ঘটে। আর এই নবজাতকের জন্য সুন্দর পরিবেশ ও সহযোগিতার জন্য বাবা মায়ের কোন বিকল্প নেই, যা বিয়ের মাধ্যমে সংগঠিত হয়। বিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর একটি সুন্নত। ঈমানের পূর্ণতার সহায়ক। আদর্শ পরিবার গঠন, মানুষের জৈবিক চাহিদা পূরণ এবং মানসিক প্রশান্তি লাভের প্রধান উপকরণ হচ্ছে বিবাহ। বিয়ের মাধ্যমেই পাত্র-পাত্রী স্বামী-স্ত্রী তে রুপান্তরিত হয় এবং একসাথে জীবনযাপন করতে শুরু করে। এজন্য শরীয়ত বলেছে, তোমরা বিয়ে করো, যাতে তোমাদের নিজেদেরকে পুতঃপবিত্র রাখা সহজ হয়। বিয়ের বিধান যদি না থাকতো, পুরুষরা মেযেদেরকে শুধুই খেলনার বস্তু মনে করতো। মেযেদের কোন মর্যাদা থাকতো না। আর তাদের দায়িত্ব নেয়ার মতোও কাউকে পাওয়া যেতো না । তাই বিবাহের গুরুত্ব ও উপকারিতা অনস্বীকার্য। জিনা-ব্যভিচারের মতো বড় বড় গুনাহ থেকে রক্ষা পাওয়া যায়। আল্লাহ তাআলা প্রত্যেককে ইসলামী অনুশাসন মেনে বিবাহ করার মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণের তাওফিক দান করুন- আমীন।