ডা. জাকির আব্দুল করিম নায়েক যাকে বর্তমান বিশ্ব ডা. জাকির নায়েক নামেই চেনে। পেশাগতভাবে একজন ডাক্তার হলেও তিনি বর্তমান বিশে।ব ইসলামের দায়ী হিসেবে পরিচিত। তিনি ভারতের নাগরিক এবং ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, মোম্বাই-এর প্রতিষ্ঠাতা। তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে বিশেষজ্ঞ ডা . নায়েক বিশ্বব্যাপী ইসলামের দাওয়াত প্রচার করে যাচ্ছেন। তিনি কুরআন, হাদীস, বাইবেল, গীতা, বেদ-পুরাণ , মহাভারতসহ বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে তাৎক্ষণিক উদ্ধৃতি দিতে সক্ষম।বিভিন্ন ধর্মাবলম্বী হাজারাে মানুষের সমাবেশে তিনি উন্মােক্ত প্রশ্নোত্তরের ব্যবস্থা করেন এবং অত্যন্ত যুক্তিপূর্ণ ও বিজ্ঞানসম্মত জবাব পেশের মাধ্যমে অমুসলিমসহ পৃথিবীর মানুষকে ইসলাম সম্পর্কে নতুন করে চিন্তা করায় উদ্বুদ্ধ করেন। তাঁর রচিত Answers to Non – Muslims Common questions about Islam-এর অনুবাদ গ্রন্থ “ইসলাম সম্পর্কে অমুসলিমদের প্রশ্নের জবাবে ডা. জাকির নায়েক” এই গ্রন্থে তিনি অমুসলিমদের প্রচলিত প্রশ্নসমূহের জবাব পেশ করেছেন। বিশ্বে অনেক অমুসলিম রয়েছে যারা ইসলাম সম্পর্কে অধ্যয়ন করছেন। তাদের মধ্যে অধিকাংশই এমন সব বই পড়ছেন, যেগুলােতে ইসলামের সমালােচনা করা হয়েছে। এসব অমুসলিমদের ইসলাম সম্পর্কে আরাে অতিরিক্ত বিশটি সাধারণ ভুল ধারণা রয়েছে উদাহরণস্বরূপ বলা যায়, কুরআন বিজ্ঞানসম্মত নয় এবং এতে বৈপরিত্য রয়েছে, ইত্যাদি। বিকৃত উৎস থেকে ইসলাম সম্পর্কে জ্ঞান আহরণকারীরাও ঐসব অমুসলিমদের বিশটি প্রশ্নের জবাব দিয়েছেন। ডা. জাকির নায়েক অমুসলিমদের অপেক্ষাকৃত কম ঐসব সাধারণ বিশটি প্রশ্নের জবাব দিয়েছেন বিভিন্ন জনসমাবেশে এবং ‘ ‘ Answers To Common Questions About Islam By Non – Muslims Who Have Some Knowledge About Islam গ্রন্থে ।
Title
ইসলাম সম্পর্কে অমুসলিমদের প্রশ্নের জবাবে ডা. জাকির নায়েক
জাকির আবদুল করিম নায়েক ১৮ অক্টোবর ১৯৬৫ সালে ভারতের মহারাষ্ট্রের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তিনি মুম্বাইয়ের সেন্ট পিটার্স হাই স্কুলের ছাত্র ছিলেন। এরপর তিনি কিশিনচাঁদ চেল্লারাম কলেজে ভর্তি হন। তিনি মেডিসিনের ওপর টোপিওয়ালা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড নাইর হসপিটালে ভর্তি হন। অতঃপর, তিনি ইউনিভার্সিটি অফ মুম্বাই থেকে ব্যাচেলর অব মেডিসিন সার্জারি বা এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ১৯৯১ সালে তিনি ইসলাম-ধর্ম প্রচারের কার্যক্রম শুরু করেন এবং আইআরএফ প্রতিষ্ঠা করেন।নায়েকের স্ত্রী, ফারহাত নায়েক, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের নারীদের শাখায় কাজ করেন। ডাঃ জাকির বলেন তিনি আহমেদ দিদাতের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন, যার সাথে তিনি ১৯৮৭ সালে সাক্ষাত করেন। ডাঃ জাকিরকে অনেক সময় ‘‘দিদাত প্লাস’’ বলা হয়, এই উপাধি দিদাত নিজে দেন। এছাড়াও তিনি মুম্বাইয়ের ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এবং ইউনাইটেড ইসলামিক এইডের প্রতিষ্ঠাতা, যা দরিদ্র ও অসহায় মুসলিম তরুণ-তরুণীদের বৃত্তি প্রদান করে থাকে। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাকে "পিস টিভি নেটওয়ার্কের পৃষ্ঠপোষক ও আদর্শিক চালিকাশক্তি" হিসেবে বর্ণনা করা হয়েছে। যে চ্যানেলটি "সমগ্র মানবতার জন্য সত্য, ন্যায়বিচার, নৈতিকতা, সৌহার্দ্য ও জ্ঞানের" প্রচারের লক্ষ্যে কাজ করে বলে এর ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। ২০১৬ সালে, একটি প্রেস কনফারেন্সে, জাকির নিজেকে নন-রেজিস্ট্যান্ট ইন্ডিয়ান (এনআরআই) বা বছরের অর্ধেকের বেশী সময় প্রবাসে বসবাসকারী ভারতীয় হিসেবে দাবি করেন।