মুক্তিযুদ্ধের ইতিহাসের উপকরণ আহরণ বিন্যাস ও চর্চায় ব্যতিক্রমী ও কার্যকর অবদান রেখে চলেছেন ধীমান ও পরিশ্রমী গবেষক অধ্যাপক আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন। এককভাবে নিষ্ঠার সঙ্গে এমন কাজে ব্রতী ব্যক্তি খুব বেশি আমরা দেখি না, তদুপরি আরো অনেককে সম্পৃক্ত করে যৌথভাবে বড় দায়িত্ব সম্পাদনে আগ্রহী ও উদ্যোগী মানুষ তো আরো কম মিলবে। তেমনি এক ব্যতিক্রমী ইতিহাস গবেষক আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন। মুক্তিযুদ্ধের ইতিহাস যখন রাষ্ট্রীয়ভাবে অবহেলা বিস্মৃতি ও বিকৃতির শিকার হয়েছিল সেই দুঃসময়ে ইতিহাস আহরণে বড় মাপের কাজে ব্রতী হন আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন। মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস প্রণয়নে ক্ষেত্র গবেষক নির্বাচন করে নিজ পৌরহিত্যে পরম যত্নে সম্মিলিতভাবে এই কাজ সম্পাদনে তিনি ঝাঁপ দেন। থানা বা উপজেলা পর্যায়ের আঞ্চলিক ইতিহাস রচনায় অভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে কর্মকাণ্ডে তিনি শরিক করেন মুক্তিযুদ্ধের প্রতি নিবেদিত-প্রাণ স্থানীয় লেখক-গবেষকদের। জনগোষ্ঠী থেকে তিনি বেছে নেন ইতিহাসের লিপিকারদের, যাঁরা কোনো অর্থের বিনিময়ে নয়, স্বেচ্ছায় যুক্ত হয়েছিলেন এই কর্মকাণ্ডে, ফলে এই কর্মযজ্ঞ হয়ে ওঠে মুক্তিযুদ্ধের জন-ইতিহাস। মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাসের প্রথম খণ্ড প্রকাশিত হয়েছিল ১৯৯৪ সালে, দ্বিতীয় খণ্ড ১৯৯৬-তে এবং তৃতীয় খণ্ড ২০০৫ সালে । তাৎপর্যপূর্ণ এই উদ্যোগের ফসল তিন খণ্ড গ্রন্থ বর্তমানে অখণ্ড সংস্করণ হিসেবে পাঠকের হাতে তুলে দেয়া হচ্ছে। আশা করা যায় আগ্রহী পাঠক, গবেষক ও নতুন প্রজন্মের সদস্যদের কাছে জাতির গৌরবময় ইতিহাসের পরিচয়বহ এই আকর গ্রন্থ বিশেষ সমাদর অর্জন করবে।