আলহামদুলিল্লাহ্,আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে দীর্ঘ অপেক্ষার প্রহর কাটিয়ে অবশেষে প্রকাশ হলো আমার সম্পাদিত ১০তম যৌথ কাব্য গ্রন্থ “হৃদয়ের কাব্য কথা”। কৃতজ্ঞতা জানাই অংশগ্রহনকৃত প্রিয় সকল কবি/লেখক/লেখিকা বৃন্দদেরকে যাদের উৎসাহে এবং সার্বিক সহযোগীতায় বইটি প্রকাশে শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকরী ভূমিকা রেখেছে। পাশাপাশি ধন্যবাদ জানাই সকল পাঠকগণকে যারা বহু সময় ধরে বইটি প্রকাশের দীর্ঘ অপেক্ষা করে ছিলেন। “হৃদয়ের কাব্য কথা” এই গ্রন্থটিতে,ভারতের কোচবিহার জেলা সহ বাংলাদেশের মোট ৫০—৫৫ টি জেলার কবি ও লেখক লেখিকাদের অংশগ্রহন রয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুল্যবান সময় ও শ্রম ব্যায় করে বইটি সম্পাদনা করে,সফলভাবে প্রকাশ করে সকল কবি/লেখক/লেখিকা পাঠকদের নিকট সঠিকভাবে পৌঁছে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। বইটিতে—প্রকৃতি, ইসলাম, দেশাত্মবোধক, জন্মভূমি, কৃষি, পরিবেশ, সমাজ, শিক্ষা, সংসার, নারী, শিশু, ধর্ম, সুখ—দুঃখ, জীবন, আত্নকেন্দ্রিক, সৃষ্টিকর্তা, পিতা মাতা, প্রেম ভালোবাসা, আবেগ অনুভূতি অভিমান, বৈশাখ, বাস্তুব রুপ, নদী, দুর্ভোগ, মধ্যবৃত্তের কথা, শিশুকালের কথা, জাতি, স্বাধীনতা, স্মৃতিময়, মহান একাত্তরের কথা, জ্ঞানমুলক, গ্রামীনসমাজ ও বর্তমান পরিস্থিতি সহ বিভিন্ন স্বাদের প্রকাশ ঘটেছে। এটি আমার সম্পাদিত ১০তম যৌথ গ্রন্থ। এখানে নবীন—প্রবীণ সকল লেখকের লেখাকে গুরুত্ব দেওয়া হয়েছে। আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষ ভুলের উর্দ্ধে নয়, বইটি সম্পাদনা করতে গিয়ে বানান সংশোধনে আপ্রান চেষ্টা করা হয়েছে,এর পরেও যদি বানানে কিছু ভুল পরিলক্ষিত হয়ে থাকে,তাহলে নিজগুনে সকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বিশেষ করে আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, নব—সাহিত্য প্রকাশনীর প্রকাশক শ্রদ্ধেয় বড় ভাই ফজলুর রহমান বকুল সহ বইটির কাজে জড়িয়ে থাকা সকল গুনীজনদের, যারা বইটি সম্পাদনায় অনুপ্রেরনা, সহযোগীতা ও গঠনমূলক সু—পরামর্শ দিয়েছেন। সর্বোপরি, গ্রন্থটি প্রকাশে যারা শ্রম, সময় ও ধৈর্য ধরে পাশে থেকেছেন তাদের কাছে আমি চিরঋণী হয়ে থাকলাম। আশা করি বইটি পাঠক মহলে অধিকতর সাড়া জাগাবে। সবার জন্য দোয়া ও শুভ কামনা রইলো। আল্লাহ্ হাফেজ। সম্পাদক “হৃদয়ের কাব্য কথা” সাইদুর রহমান
সাইদুর রহমান বাংলা সাহিত্যের একজন নবীন লেখক। ছাত্র জীবনে থিয়েটারের সাথে জড়িত ছিলেন তাই লেখালেখির শুরু মঞ্চনাটক লেখার মাধ্যমে। নাটক লেখার পাশাপাশি একাধিক মঞ্চ নাটকে অভিনয় করেছেন, একাধিক নাটক নির্দেশনাও দিয়েছেন। এছাড়াও টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি ছিলেন জনপ্রিয় পরিচালক মনির হোসেন জীবনের সহকারী। চলচ্চিত্র পরিচালক হাবার সপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলেন। ২০১২ সাল থেকে নিয়মিত লেখালেখি করছে। সাহিত্যদেশ পান্ডুলিপি পুরস্কার প্রাপ্ত ও ২০২২ সালের বইমেলায় প্রকাশিত "দুঃসহবাস" লেখকের প্রকাশিত প্রথম উপন্যাস। মানুষ ও জীবন লেখকের লেখালেখির প্রধান উপজীব্য বিষয়। সহজ ও প্রাঞ্জল ভাষায় লেখালেখি তার অন্যতম শক্তি। আবার সবাই অবসরে বই পড়বে, বাংলার প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পরবে তার লেখা, বিভিন্ন ভাষায় অনুদিত হবে তার বই, এই সপ্ন নিয়েই লিখে চলেছেন।