অতি প্রাচীন কাল থেকে প্রেম এবং প্রেমের কবিতা সাহিত্য জগতে একটি ঐতিহ্যবাহী সাহিত্যের এবং বিশেষভাবে কবিতার বিষয়বস্তু। প্রেম ও ভালোবাসা নিয়ে দেশে, বিদেশে তথা বিশ্বে সবচেয়ে বেশী কবিতা রচিত হয়েছে এবং তা সর্ব সময় সর্বকালে পাঠকপ্রিয়তা অর্জন করেছে।ঢাকা পোয়েটস ফোরাম থেকে আমরা প্রেম ও ভালোবাসা বিষয়ক কবিতা পাঠানোর জন্যে আহ্বান করেছিলাম। শিক্ষানবীশ, তরুণ, নবীন ও প্রবীণ কবিদের আগ্রহ ও প্রচুর সাড়া পেয়েছি। ‘মন চায় মন’ প্রেম ও ভালোবাসার কাব্য সংকলন গ্রন্থ। আগ্রহী কবি এবং আমাদের শুভার্থীদের আন্তরিক সাড়া আমাদেরকে অনুপ্রাণিত করেছে দ্রুত ‘মন চায় মন’ কাব্যগ্রন্থটি প্রকাশ করার জন্য। মূলত: ‘মন চায় মন’ কাব্যগ্রন্থে ঢাকা পোয়েটস ফোরামের সদস্যদের কবিতা সম্পাদকীয় পরিষদের নির্বাচনে সন্নিবেশিত করা হয়েছে। কবিতা নির্বাচনের সময় আমরা উদার নীতি গ্রহণ করেছি। আমরা জোর গলায় দাবী করছিনা ‘মন চায় মন’ কাব্যগ্রন্থে সন্নেবেশিত সব কবিতা সাহিত্যের মানদন্ডে নিভুর্ল ও উন্নতমানের। শিক্ষানবীশ তরুণ ও নবীন কবিদের এখন শেখার সময়। তাদেরকে সাহিত্য চর্চায় উৎসাহ, প্রেরণা এবং সহযোগিতা করাই আমাদের তথা ঢাকা পোয়েটস ফোরামের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। ‘মন চায় মন’ কাব্যগ্রন্থ প্রকাশনার মধ্য দিয়ে ঢাকা পোয়েটস ফোরামের কর্মকান্ডের শুভযাত্রা শুরু হলো। আমরা একা নই। আমরা সমবেত। আমরা ঐক্যবদ্ধ। আমরা সুসংগঠিত। আমাদের তথা ঢাকা পোয়েটস ফোরামের স্লোগান ঠড়রপব ড়ভ চড়বঃং. কবির কণ্ঠ উচ্চকিত ও সোচ্চার হোক অহিংসা, সম্প্রীতি, ভালোবাসা ও শান্তির পক্ষে ও লক্ষ্যে। বিশ্ব হোক প্রেমময়। বিশ্ব হোক শান্তিময়। ‘মন চায় মন’ আপনাদের ভালো লাগলে আমাদের কে জানাবেন। ভালো না লাগলে ও আমাদেরকে জানাবেন। সম্মানিত পাঠকের মতামতকে আমরা শ্রদ্ধা ও গুরুত্ব সহকারে বিবেচনা করি। ‘মন চায় মন’ প্রকাশনায় সম্পৃক্ত সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ ভাবে সম্পাদক মুশতারী বেগম কে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পীরজাদা নূরুল আবেদীন প্রধান সম্পাদক, ‘মন চায় মন’ প্রতিষ্ঠাতা ও সভাপতি, ঢাকা পোয়েটস ফোরাম