‘আলী’ অর্থ সর্বোচ্চ বা উচ্চাঙ্গিক মহাসত্তা। সুফি সদর উদ্দিন আহ্মদ চিশতী আলাইহেস সালাতু আসসালাম একজন ‘আলী’স্তরের মহাপুরুষ বলেই চৈতন্যলোকে সত্যধর্মের অক্ষয় দীপ্তি ‘নূরে মোহাম্মদী’র অতুল উদ্ভাসন ঘটিয়ে তুলেছেন। মহানবীর আদর্শিক গৃহ ‘আহলে বাইতে রসুল’গণের ইমামতের ধারায় তিনি এ যুগের ‘ইমাম’ বা ‘আহলে বাইতে রসুল’ই শুধু নন, এ মর্ত্যলোকে অমর্ত্যলোকের একজন অনন্য গবেষক ও লেখকও। মহান আল্লাহর পরমবন্ধু (অলি আল্লাহ) বলেই তিনি কঠিন অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ মহাপুরুষ ‘কোরানুন নাতেক’ মানে জাগ্রত, জীবন্ত ও বাক্সময় কোরান। তিনি যখন যা বলেন বা যা করেন সবই কোরানময়। মরার আগে শাঁইজীর প্রেমাগুণে দগ্ধ হয়ে মরণকে বরণ করে খাঁটি ‘সোনার মানুষ’ হয়েছেন বলেই তিনি ‘ত্রিকালদ্রষ্টা’ বা ‘লোকোত্তর মহাপুরুষ’। তিনিই আল কোরানের নিগূঢ় সংকেতময় হরফ (মোকাত্তায়াত) ‘আলিফ লাম মিম’ তথা ‘আলে মোহাম্মদ’ অর্থাৎ মোহাম্মদের বংশীধারী বা আলোকিত বংশধর। বাংলার ফকিরকুল শিরোমনি লালন শাঁই তাই তো বলেন, “আলিফ লাম মিম আহাদ নূরী/ এই তিন হরফের মর্ম ভারি”। সুতরাং তিনি একজন ইনসানে কামেল বা পূর্ণমানব যাঁকে ‘কামেল মোর্শেদ’ বলা হয় যিনি অমূর্ত আল্লাহর মূর্তরূপ অর্থাৎ তিনি একজন ‘সম্যক গুরু’।