Join the world’s most famous travelling reporter in his exciting adventures investigates smugglers in the two-part story Cigars of the Pharaoh and The Blue Lotus, then travels into the depths of the rainforest in The Broken Ear.Cigars of the PharaohOn the hunt for an Egyptologist and a mysterious ancient pharaoh, Tintin scours Egypt and India. He makes friends with elephants, narrowly avoids falling victim to the poison of madness and saves a maharajah from a killer tiger.The Blue LotusIn India, Tintin gets drawn into a dangerous mystery revolving around a madness-inducing poison. He traces its origins to Shanghai and a nefarious web of opium traffickers. But can he outwit the crooks?The Broken EarThe Arumbaya fetish has been stolen! But with the help of a talking parrot, Tintin is soon on the hunt for the famous artefact, which can be distinguished by its broken ear. He must solve a murder and discover the true value of the fetish, and quick – because he is not the only one on the trail!Join the most iconic character in comics as he embarks on an extraordinary adventure spanning historical and political events, and thrilling mysteries.Still selling over 100,000 copies every year in the UK and having been adapted for the silver screen by Steven Spielberg and Peter Jackson in 2011, The Adventures of Tintin continue to charm more than 80 years after they first found their way into publication. Since then an estimated 230 million copies have been sold, proving that comic books have the same power to entertain children and adults in the 21st century as they did in the early 20th.
টিনটিনভক্তদের কাছে এই বেলজিয়ান কার্টুনিস্টের নামটি অত্যন্ত আপন বলে মনে হবে। টিনটিনসহ আরো অনেক কালজয়ী কমিকস চরিত্রের স্রষ্টা অ্যার্জে; তাঁর প্রকৃত নাম জর্জ রেমি। তবে ছদ্মনামেই তিনি অধিক পরিচিত। তিনি জন্ম নিয়েছিলেন ১৯০৭ সালের ২২ মে। বিংশ শতাব্দীর ইউরোপীয় কমিকসের জগতে সবচেয়ে জনপ্রিয় নাম তাঁরই। জীবনে একবারও হার্জ এর বই পড়েনি, তখনকার সময়ে এমন শিশু-কিশোর ইউরোপে খুঁজে পাওয়া ভার ছিল। তবে অ্যার্জে এর কমিকস কোনো সময় বা স্থানের গণ্ডিতে বাঁধা পড়ে নেই, অভিযাত্রিক হয়ে ছড়িয়ে পড়েছে যুগ থেকে যুগান্তরে, দেশ থেকে দেশান্তরে। তেপান্তরের মাঠে সোনালী আভায় এখনও জ্বলজ্বল করে অ্যার্জে এর সৃষ্টি। টিনটিন ছাড়াও যে দুটো ধারাবাহিক কমিকের জন্য অ্যার্জে স্মরণীয় হয়ে আছেন, সেগুলো হলো ‘কুইক এবং ফ্লুপকে’ এবং ‘দ্য অ্যাডভেঞ্চারস অফ জো, জেট অ্যান্ড জোকো’। নিম্ন-মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া জর্জ রেমির কলমে জন্ম নেয় দুঃসাহসী টিনটিন চরিত্রটি। টিনটিন নিয়ে লেখা অ্যার্জে এর বই সমূহ থেকে একসময় নির্মাণ করা হয় বহু নাটক-সিনেমাও। টিনটিন অনুবাদ করা হয়েছে পঞ্চাশোর্ধ্ব ভাষায়। টিনটিন এর বাংলা বই আজও তাই জড়িয়ে আছে অনেক বাংলাভাষীর স্কুলপালানো সময় কিংবা টিফিনের জমানো টাকার স্মৃতিতে। ১৯২১ সালে টিনটিনের পথচলা শুরু হয় ‘সোভিয়েত দেশে টিনটিন’ দিয়ে, এবং অ্যার্জের মৃত্যুর আগপর্যন্ত, অর্থাৎ ১৯৮৩ সাল পর্যন্ত তার অভিযাত্রা অব্যাহত থাকে। অনেক পাঠকই টিনটিনের সাথে বড় হয়েছেন বলা যায়। ১৯৮৩ সালের ৩রা মার্চ পৃথিবীর মায়া ত্যাগ করে টিনটিনের মতোই কোনো এক নাম না জানা অভিযানে বেরিয়ে পড়েন অ্যার্জে।