জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক কারিকুলাম অনুযায়ী একাদশ-দ্বাদশ শ্রেণির কোমলমতি ছাত্র-ছাত্রীদের জন্য 'সমাজবিজ্ঞান' প্রথম পত্রের (সমাজবিজ্ঞান পরিচিতি) বইটি রচনা করা হয়েছে। বইটি ২০১৬ শিক্ষাবর্ষে এনসিটিবি কর্তৃক পুনরায় সংস্করণ সাপেক্ষে অনুমুদিত হয়েছে। এ সংস্করণেও ব্যাপক তথ্য ও উপাত্ত সংযোজন করা হয়েছে। সম্মিলিত বোর্ড পরীক্ষার প্রশ্ন প্রতিটি অধ্যায়ে সংযোজন করা হয়েছে। বইটির ব্যাপক প্রচার ও গ্রহণযোগ্যতা আমাদের মুগ্ধ করেছে। এ জন্য এ সংস্করণে আমরা বইটির বানানগত ত্রুটি সংশোধন করার চেষ্টা করেছি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যসূচি অনুযায়ী বইটিতে এগারটি অধ্যায় সংযোজন করা হয়েছে। প্রতিটি অধ্যায় শেষে প্রয়োজনীয় ছবি, চার্ট, ডায়াগ্রাম, বহুনির্বাচনী (MCQ) প্রশ্ন ধারা উত্তর সংকেতসহ এবং সৃজনশীল প্রশ্নের ধারাবাহিকতা অনুসারে প্রয়োজনীয় উদ্দীপক ও প্রশ্নমালা সংযোজন করা হয়েছে। ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের জ্ঞানের পরিধি বিস্তৃতির জন্য বইয়ের শেষে একটি গ্রন্থ তালিকা দেওয়া হয়েছে। বইটি সম্মানিত বিশেষজ্ঞদের দ্বারা মূল্যায়নের ভিত্তিতে তাদের মতামত ও নির্দেশনা অনুসারে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিমার্জন করা হয়েছে।