উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য রচিত ৩০ নম্বরের "আত্মনির্ভর বাংলা ব্যাকরণ" সম্মিলিত বোর্ডের পাঠ্যসূচি অনুযায়ী বইটি প্রকাশ করে আমরা আনন্দিত। ছাত্র-ছাত্রীদের মৌলিক প্রয়োজন বিবেচনা করে বিগত বছরের প্রশ্নপত্রের আলোকে বইটি রচনা করা হয়েছে। বইটি রচনাকালে দেশী বিদেশী বিভিন্ন লেখদের বইয়ের সহযোগিতা গ্রহণ করেছি। এজন্য সংশ্লিষ্ট লেখক ও শিক্ষকদের প্রতি আমাদের কৃষ্ণতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। ব্যাকরণ অংশে ছাত্র-ছাত্রীরা যদি ভালভাবে বুঝে শুনে উত্তর করতে পারে তাহলে পূর্ণ নম্বর পেতে কোনোরূপ সমস্যা হবে না। উচ্চ মাধ্যমিক বা বোর্ড পরীক্ষায় পাসের পরও বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং বিসিএস সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও বিশেষ উপকারে আসবে। বইটিতে, ব্যাকরণের মৌলিক আলোচনা বাস্তব উদাহরণ ও সমন্বয় সাধনের ক্ষেত্রে যৌক্তিক ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। আশাকরি বইটি বাজারে অন্য সব বইগুলোর দেয়া খুনে মানে উপস্থাপনায় সেরা ও শ্রেষ্ঠত্বের দাবী রাখে। বইটি পাঠ করে শিক্ষার্থীদের চিন্তা- মনমানসিকতা, জ্ঞান, বিবেকা ধুন্ধির বিকাশ ঘটবে। সম্মানীত শিক্ষকদের সহায়তা পেলে শিক্ষার্থীরা আরও বেশি উপকৃত হবে বলে আমরা বিশ্বাস করি। বইটি মেট্রোপলিস্ লাইব্রেরির সত্বাধিকারি জনায মো. হেলাল উদ্দীন মিন্টু সাহেব প্রকাশ করে বিরল ও সাহশিকতার পরিচয় দিয়েছেন। এজন্য হেলাল সাহেব এবং তার প্রকাশনার সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। বইটি দ্রুত প্রকাশের কারণে সামান্য মুদ্রণজনিত ভুল থেকে যেতে পারে তা আমরা অতি শিঘ্রই সংশোধন করার অঙ্গীকার করছি। বইটির মান উন্নয়নে যে কারও সুপরামর্শ সাদরে গ্রহণ করবো। সবশেষে সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি।