মহান করুণাময় সৃষ্টিকর্তার অশেষ কৃপায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃক প্রবর্তিত নতুন কারিকুলাম এবং অনুমোদিত সিলেবাস অনুযায়ী একাদশ-দ্বাদশ শ্রেণির ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা- ২য় পত্র (ব্যাংকিং ও বিমা) বইটি প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ হতে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা বিষয়টি নতুন আঙ্গিকে একাদশ-দ্বাদশ শ্রেণিতে চালু হয়েছে। বিষয়টিতে ব্যবসায়ের মৌলিক বিষয়গুলো অন্তর্ভুক্ত হওয়ায় একাদশ-দ্বাদশ শ্রেণির বাণিজ্য শাখার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। সেজন্য বর্তমান শ্রেণিতে এ সম্পর্কে ধারণা নিলে পরবর্তীতে উপকৃত হওয়া যাবে। তাছাড়া ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা সম্পর্কে জ্ঞান অবশ্যই ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের থাকা উচিত। বর্তমানে সৃজনশীল পদ্ধতি চালু আছে, তাই সৃজনশীল পদ্ধতির আলোকেই বইটিকে সাজানো হয়েছে এবং সে অনুযায়ী ব্যবহারিক প্রশ্নের সন্নিবেশ ঘটানো হয়েছে। বিভিন্ন বিষয়ে বাস্তব উদাহরণ দিয়ে আলোচনার চেষ্টা করা হয়েছে এবং সামঞ্জস্যপূর্ণ চিত্র সংযোজন করা হয়েছে। ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা কিছুটা জটিল বিষয়, এরপরও চেষ্টা করা হয়েছে বিষয়গুলোকে সহজবোধ্য করার জন্য। আশা করি, সম্মানিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের নিকট বইটি সুখপাঠ্য হবে। বইটি একাধিকবার সংস্করণ হলেও এতে ভুলত্রুটি থাকা অস্বাভাবিক নয়। এ ভুলত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকল শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। বইটির গুণগতমান উন্নয়নে যে কোনো অভিমত বা পরামর্শ গুরুত্বসহকারে সাদরে গৃহীত হবে এবং পরবর্তী সংস্করণে তা সংযোজন করা হবে।
Title
ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা-দ্বিতীয় পত্র - ব্যাংকিং ও বিমা
প্রফেসর মোঃ তবিবার রহমান বিকম (অনার্স), এম.কম (ফার্স্ট ক্লাস ফার্স্ট), বিসিএস (সাধারণ শিক্ষা) উপাধ্যাক্ষ, সরকারি বি এল কলেজ, খুলনা; প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান ব্যবস্থাপনা বিভাগ, সরকারি বিএল কলেজ, খুলনা; প্রাক্তন সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর; পরীক্ষক, ডিগ্রি পাস ও সাবসিডিয়ারী, অনার্স এবং জাতীয় বিশ্ববিদ্যালয় ।