মহান করুণাময় সৃষ্টিকর্তার অশেষ কৃপায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃক প্রবর্তিত নতুন কারিকুলাম অনুযায়ী রচিত এবং বোর্ড কর্তৃক অনুমোদিত একাদশ-দ্বাদশ শ্রেণির উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন - ১ম পত্র (উৎপাদন ব্যবস্থাপনা) বইটি প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। ২০১৩-২০১৪ সাল হতে উৎপাদন ব্যবস্থাপনা বিষয়টি আলাদা কোর্স হিসাবে একাদশ-দ্বাদশ শ্রেণিতে চালু হচ্ছে। বিবিএ অনার্সে উৎপাদন ব্যবস্থাপনা বাধ্যতামূলকভাবে নিতে হয়; সেজন্য বর্তমান শ্রেণিতে এ সম্পর্কে ধারণা নিলে পরবর্তীতে উপকৃত হওয়া যাবে। তাছাড়া উৎপাদন ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান অবশ্যই কমার্সের শিক্ষার্থীদের থাকা উচিত। বর্তমানে সৃজনশীল পদ্ধতি চালু আছে। তাই সৃজনশীল পদ্ধতির আলোকেই বইটিকে সাজানো হয়েছে এবং সে অনুযায়ী ব্যবহারিক প্রশ্নের সন্নিবেশ ঘটানো হয়েছে। বিভিন্ন বিষয় বাস্তব উদাহরণ দিয়ে আলোচনার চেষ্টা করা হয়েছে এবং সামঞ্জস্যপূর্ণ চিত্র সংযোজন করা হয়েছে। উৎপাদন ব্যবস্থাপনা কিছুটা জটিল বিষয়, এরপরও চেষ্টা করা হয়েছে বিষয়গুলোকে সহজবোধ্য করার জন্য। আশাকরি সম্মানিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থী বন্ধুদের নিকট বইটি সুখপাঠ্য হবে। বইটি প্রথম প্রকাশ হেতু কিছুটা ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে, এ ব্যাপারে সকলের পরামর্শ সাদরে গ্রহণের প্রতিশ্রতি রইল।
Title
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন - প্রথম পত্র - একাদশ-দ্বাদশ শ্রেণি
প্রফেসর মোঃ তবিবার রহমান বিকম (অনার্স), এম.কম (ফার্স্ট ক্লাস ফার্স্ট), বিসিএস (সাধারণ শিক্ষা) উপাধ্যাক্ষ, সরকারি বি এল কলেজ, খুলনা; প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান ব্যবস্থাপনা বিভাগ, সরকারি বিএল কলেজ, খুলনা; প্রাক্তন সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর; পরীক্ষক, ডিগ্রি পাস ও সাবসিডিয়ারী, অনার্স এবং জাতীয় বিশ্ববিদ্যালয় ।