ছোটবেলা থেকেই কবিতার প্রতি আমার প্রগাঢ় ভালোবাসা। দৈনিক আজাদী পত্রিকার আগামীদের আসরে প্রথম ছাপানো কবিতা প্রেরণার উৎস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়ার সময় কলিকাতার বোধিভারতী পত্রিকায় কবিতা প্রকাশিত হয়। তখন থেকে আজাদীর সাহিত্য সাময়িকীতে রীতিমত লিখতে শুরু করি। সম্পাদনা করি সরকারী জুনিয়র ট্রেনিং কলেজ বার্ষিকী ‘তরঙ্গ’, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, চট্টগ্রাম অঞ্চলের মুখপাত্র ‘চৈত্যগ্রাম’ কেন্দ্রীয় মুখপাত্র ‘কৃষ্টি’। উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন কালে কোমল মতি শিক্ষার্থীদের উপযোগী বই লেখার প্রেরণা অনুভব করি। প্রকাশিত হয় আমার লেখা বই- মাধ্যমিক বাংলা ব্যাকরণ ও রচনা, প্রাইমারি বৃত্তি আধুনিক বাংলা ব্যাকরণ ও রচনা, বিচয়ন, পাতাবাহার, গল্প সংগ্রহ, উচ্চ মানের বাংলা ব্যাকরণ ও রচনা। এবার প্রকাশিত হলো প্রথম কাব্যগ্রন্থ ‘সোনালি প্রতীক্ষা’। বইটি প্রকাশে সহায়তার হাত বাড়িয়েছেন কবি সোমদত্ত বড়ুয়া। বই প্রকাশে আমাকে সহায়তা ও উৎসাহ জুগিয়েছে আমার সহধর্মিনী অনজনা বড়ুয়া, মেয়ে শ্রাবন্তী বড়ুয়া নীপা, ছেলে সৌমেন বড়ুয়া সৌম্য, পুত্রবধু তুলি বড়ুয়া। নাতি সোভিত বড়ুয়া সে তো আমার খেলার সাথী। সকলের মঙ্গল কামনা করি। আমার ছোটবেলার কিছু কবিতা এবং মুক্তিযুদ্ধের প্রেরণা দায়ক ও দেশাত্ববোধক কবিতা, প্রকৃতি এবং প্রেম বিষয়ক কবিতা এ বইয়ের উপজীব্য। ভুল ভ্রান্তি মার্জনা করে পাঠক সমাজ এ বই সাদরে গ্রহণ করলে আমি ধন্য ও কৃতার্থ হবো।