বিবি-পাঠশালা খ্যাতিমান ফরাসি নাট্যকার মলিয়েরের নন্দিত নাটক । নাট্যসাহিত্যের ইতিহাসে নানা কারণে গুরুত্বপূর্ণ এই কমেডি নাটকটি সপ্তদশ শতকে রচিত, প্রথম মঞ্চস্থ হয় ১৬৬২ সালের ২৬শে ডিসেম্বর বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মঞ্চের জন্য বাস্তবসম্মত করে ভুলতে অনুবাদক চরিত্রের নাম ও সাংস্কৃতিক আবহ পরিবর্তন করেছেন। কাহিনিতে দেখা যায়, নাটকের অন্যতম প্রধান চরিত্র নীতিবাগীশ আরমান নারীচরিত্র নিয়ে সন্দেহবাতিক, বিশেষ করে শিক্ষিত মেয়েদের ব্যাপারে। আর এই কারণে বিয়ে করা হয়ে ওঠেনি তার। তবে মধ্য বয়সে পৌঁছে সে বিয়ে করার সিদ্ধান্ত নেয় নিজেরই আশ্রিত বালিকা পারভিনকে। ইতোমধ্যে কনভেন্টে রেখে স্বল্পশিক্ষিতা ও সরল এই মেয়েটিকে সংসারের উপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলেছে সে। বাইরের জগত সম্পর্কে তেমন কিছুই জানতে দেওয়া হয়নি মেয়েটিকে। অন্য পুরুষদের সংশ্রব থেকে তাকে দূরে রাখার জন্য নেওয়া হয়েছে যথেষ্ট নিরাপত্তামূলক ব্যবস্থা। এত সতর্কতার পরেও আরমানের বন্ধুর ছেলে হাবিবের সঙ্গে সাক্ষাৎ ঘটে পারভিনের এবং প্রথম সাক্ষাতেই পরস্পরের প্রেমে পড়ে দুজনে। এরপর এই তিন চরিত্রের টানাপোড়েন, ব্যঙ্গবিদ্রুপ আর হাস্যকৌতুকে এগিয়ে চলে নাটক ।