'কর্মব্যপদেশে বাংলাদেশে: একাত্তরের যে গল্প ছাপেনি কোনো সংবাদপত্র' (On Duty in Bangladesh: The Story the Newspapers Didn't Publish) নামের এই মূল্যবান স্মৃতিকথাটির মাধ্যমে একজন বিদেশিনী বাংলাদেশের রক্তাক্ত জন্মকে ঘিরে সংঘটিত নিপীড়ন, নৈরাজ্য, বিভ্রান্তি, বিশৃঙ্খলা এবং জটিল আন্তর্জাতিক রাজনীতির একেবারে বাস্তব ও ব্যক্তিগত একটি গল্প শুনিয়েছেন জিনি লকারবি নামের এই কানাডীয়-মার্কিন মিশনারি, অনুবাদক ও সেবিকা চাক্ষুষ প্রত্যক্ষ করেছিলেন বিশ্বের একশত সাতচল্লিশতম (১৯৭১ সাল পর্যন্ত) স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের জন্মের সঙ্গে জড়িত সীমাহীন সন্ত্রাস, নৃশংসতা ও ভয়াবহ ট্র্যাজেডিসমূহকে । দুর্বিষহ সেই দিনগুলোতে শত্রুপক্ষের হাতে একজন আমেরিকান নাগরিক হিসেবে তাঁর নিজের ও সহকর্মীদের তুমুল নিগ্রহ এবং আন্তর্জাতিক সংঘাতের মাঝখানে আটকে পড়া সাধারণ জনগণের অন্তহীন ভোগান্তির নিদারুণ অভিজ্ঞতাসমূহের বিশ্বস্ত বয়ান বস্তুত একটি অবিস্মরণীয়, লোমহর্ষক আখ্যান উপহার দেয় আমাদেরকে। তাঁর নিজের দেখা ঘটনাবলির সঙ্গে সহকর্মীদের বয়ান, চিঠিপত্র, ডায়রি ও জার্নাল থেকে আহৃত নানাবিধ তথ্যের সমাহারে জিনি লকারবি বিশ্বকে উপহার দেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধচলাকালীন তাঁদের প্রাত্যহিক জীবনের একটি অত্যন্ত সত্যনিষ্ঠ, সাহসী ও সুখপাঠ্য বিবরণ, যা একই সঙ্গে হয়ে উঠেছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের অমূল্য দলিল। বিশ্বস্ত, সংবাদসুলভ, ব্যক্তিগত অনুভূতি ও অভিমতআশ্রিত এইসব বর্ণনায় কোথাও ঘটনাসমূহ কিংবা তার চরিত্রসমূহের প্রকৃত চেহারা লুকানোর চেষ্টা করা হয়নি—লেখকের একমাত্র অভীষ্ট ছিল একটি অবিশ্বাস্য কিন্তু সত্য ইতিহাসকে, বাস্তবে যেমনটি ঘটেছিল, ঠিক সেইভাবেই পাঠকবৃন্দের সামনে তুলে ধরা। সেই লক্ষ্যে তিনি সম্পূর্ণ সফল হয়েছেন বলাই বাহুল্য।