'ফটোগ্রাফী শিক্ষা', বাংলাভাষার প্রথম ফটোগ্রাফিবিষয়ক গ্রন্থ। লেখক আদীশ্বর ঘটক বইটি প্রকাশ করেন ১৩০১ বঙ্গাব্দে। সঙ্গে যুক্ত হয়েছে বাংলাভাষায় ফটোগ্রাফিসাহিত্য নিয়ে দৃশ্যগল্পকার ও লেখক সুদীপ্ত সালামের একটি দীর্ঘ প্রবন্ধ। বর্তমান সংস্করণে আদীশ্বর ঘটক এবং তার 'ফটোগ্রাফী শিক্ষা'র পরিচয় তুলে ধরেছেন গবেষক তারেক আজিজ। মূলত তাদের দুজনের উদ্যোগেই বইটি আলোর মুখ দেখলো। বইটি পুনর্মুদ্রণে আরো সহযোগিতা করেছেন সমীরণ চক্রবর্তী ও শিশির চৌধুরী। একটি অস্পষ্ট ফটোগ্রাফ অবলম্বনে লেখকের পোরট্রেট করেছেন মুনতাসীর মঈন। তাদের কাছে আমি কৃতজ্ঞ। মূল গ্রন্থের একটি প্রতিলিপি থেকে বর্তমান সংস্করণ তৈরি করা হয়েছে। মূল গ্রন্থের বহু বাংলা বানান এখন আর প্রচলিত নয় অনেক ক্ষেত্রে 'ভুল'ও। তবুও আমরা মূল গ্রন্থের বানানরীতি অটুট রেখেছি। মূল বইয়ের প্রতিলিপিতে কিছু অস্পষ্টতা ছিল। কিছু শব্দ ও বাক্য উদ্ধার করা যায়নি। সেসব ক্ষেত্রে আমরা প্রশ্নবোধক চিহ্নকে তৃতীয় বন্ধনীতে আবদ্ধ করেছি [?]। একটি কি দুটি শব্দ অনুমান করে প্রতিস্থাপন করা হয়েছে, সে ক্ষেত্রে অনুমিত শব্দটিকে তৃতীয় বন্ধনীতে আবদ্ধ করা হয়েছে। মূল গ্রন্থে কিছু রেখাচিত্র ছিল। চিত্রগুলো স্পষ্ট নয় বলে বর্তমান সংস্করণে অন্তর্ভুক্ত করা হয়নি।