আলেক্সেই ক্রিলোভের বই 'ফ্রম দ্য বনফায়ার টু দ্য রিঅ্যাকটর' বইটি বহু আগেই রাদুগা প্রকাশন থেকে সুললিত বাংলা অনুবাদে প্রকাশ হয়েছিল। তবে বইটির বাংলা যে-নামটি দেওয়া হয়েছিল-'রিঅ্যাকটরের ইতিকথা' সেটি ছিল সর্বার্থেই অনুপযুক্ত। বইটির মূল বিষয়বস্তু শক্তি ও জ্বালানি এবং তাদের রূপান্তর। স্বাভাবিকভাবেই এ-বইয়ে তাপ এবং তাপীয় এঞ্জিন নিয়ে খুব চমৎকার আলোচনা সন্নিবেশিত হয়েছে। বইয়ের ভাষা এতই প্রাঞ্জল এবং তা প্রাথমিক শ্রেণিকক্ষের বাচ্চাদের জন্য এত বেশি উপযুক্ত যে আমরা ভেবেছি বইটি পুনঃপ্রকাশ করা জরুরি। শক্তি ও জ্বালানির বিষয়াদি এখনকার দুনিয়ায় অত্যন্ত জরুরি ধারণা। জলবায়ু পরিবর্তন বলুন, আধুনিক ভূ-রাজনীতি বলুন, বৈজ্ঞানিক কাণ্ডজ্ঞান বলুন সব দিক থেকেই এনার্জি কনসেপ্ট বা শক্তি তথা জ্বালানি বিষয়ে বৈজ্ঞানিক ও প্রকৌশলগত ধারণা এখন সর্বস্তরেই প্রয়োজন। বিশেষ করে, স্কুলশিক্ষা থেকে এনার্জি স্টাডিজ যুক্ত করা প্রয়োজন কেননা শিক্ষার বুনিয়াদি বয়স থেকেই জ্বালানি-সংক্রান্ত প্রাথমিক ধারণা না-থাকলে এসব বিষয়ে মামুলি সাধারণ জ্ঞানটি কবজা করতেও অনেক বেগ পেতে হয়। এই ধরনের শিক্ষার অভাব থেকেই সমাজে দেখা যায় জ্বালানিবিহীন উজ্জ্ব থেকে শক্তি উৎপাদনের তোড়জোড়। এমনকি সংবাদপত্রেও এ-জাতীয় সংবাদাদি পরিবেশন করা হয়। অগুরুত্বপূর্ণ ধারণার পিছনে এই অপ্রয়োজনীয় গুরুত্ব আরোপ বুনিয়াদি শিক্ষার অভাব থেকেই হয়। তা ছাড়া জ্বালানি সাশ্রয়, দক্ষতা উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব এবং লাগসই প্রয়োগ নিয়েও আমাদের ধারণার অভাব রয়েছে। এই অভাব পূরণের জন্যই এই বইটি পুনরায় প্রকাশের প্রয়োজন হয়েছে। তা ছাড়া বাংলা ভাষায় এই সব প্রাথমিক বিষয় নিয়ে সহজবোধ্য বই খুব কমই লেখা হয়েছে। সেদিক দিয়েও এই বইটি উদাহরণযোগ্য। বইটির সংশোধিত নামটিও দেওয়া হয়েছে জুতসইভাবে, যাতে বিষয়বস্তুর সঙ্গে নামের যথাযথ সাযুজ্য থাকে। সাধারণ ভাষাগত কিছু টুকটাক সম্পাদনা করা হয়েছে। বইটি প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের ভালো লাগবে, প্রয়োজনও হবে।