প্রসঙ্গকথা পদ্মা। সর্বগ্রাসী ভয়ংকর এক নদী। এর অন্য নাম কীর্তিনাশা। কূল-কিনারাহীন এ নদী সকালবেলার 'আমির'কে সন্ধ্যাবেলায় 'ফকির' বানিয়ে দেয়। এ নদীর গর্ভে কালে কালে হারিয়ে গেছে কত গ্রাম-জনপদ তার ইয়ত্তা নেই। এমন রাক্ষুসে নদী পৃথিবীতে প্রায় বিরল। তীব্র খরস্রোতা ও অতি উত্তাল এই পদ্মাকে উপজীব্য করে কত গল্প-কবিতা-গান আর আখ্যান রচিত হয়েছে, এর সঠিক পরিসংখ্যান আমাদের অজানা। তবে কালজয়ী কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের 'পদ্মা নদীর মাঝি' ধীবর-জীবনের এক অমর আখ্যান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 'পদ্মার ঢেউ রে' গানটি তো আমাদের চিরকালের সম্পদ। বুদ্ধদেব বসুর 'ইলিশ' কবিতায় 'জলের উজ্জ্বল শস্য' তো ‘ইলিশ”- খ্যাত পদ্মা-মেঘনারই প্রশস্তিগাথা। আবু ইসহাকের ‘পদ্মার পলিদ্বীপ' তো নতুন চর নিয়ে আবর্তিত জীবন-সংগ্রামের এক অনবদ্য উপাখ্যান। এরকম অসংখ্য কথা-কবিতা-গানে উঠে এসেছে পদ্মার বহুবিচিত্র রূপ। আর পদ্মার উপর সদ্য নির্মিত সেতুটি যেন কীর্তিনাশার গলায় শোভমান এক স্বর্ণহার। বহুকাল ধরে পদ্মা নদীকে নিয়ে রচিত হয়েছে অজস্র সৃষ্টিশীল রচনা। এবার এর সঙ্গে যুক্ত হলো সৃজনশীলতার এক নতুন পালক 'পদ্মাসেতু”। কীর্তিনাশার বুকে এক অনন্য কীর্তিগাথা আজকের এই পদ্মাসেতু। এটি বিশ্ব ইতিহাসে লড়াকু বাঙালির আরেক বিজয়গাথা। সব বাধা পেরিয়ে পদ্মাসেতু নির্মাণের মধ্য দিয়ে বাংলাদেশ স্পর্শ করলো এক নতুন মাইলফলক। দিগন্তবিস্তৃত দুরন্ত পদ্মার উপর সগৌরবে দৃশ্যমান স্বপ্নের পদ্মাসেতু আমাদের সাহসিকতা ও সক্ষমতার মূর্ত প্রতীকও। এটি শুধু একটি সেতু নয়, এটি বাঙালি জাতির আবেগের দৃষ্টিনন্দন অনন্য স্থাপনা। জলের ঢেউয়ের উপর পাথর ও ইস্পাতের এই যোজনা সত্যি আজ এক বিস্ময়কর নির্মাণস্মারক। এর উপর দিয়ে মাত্র ছয় মিনিটে মানুষ এপার-ওপার যাচ্ছে। দু'পারের এই সখ্য-সংবাদ ক্রমশ কাল থেকে মহাকালে পৌঁছে যাবে। জীবনের কোনো পথই কুসুমাস্তীর্ণ নয়। নিরন্তর সংগ্রাম আর লড়াইয়ের মধ্য দিয়েই তৈরি করে নিতে হয় নতুন নতুন পথ। কুসুমাস্তীর্ণ ছিল না পদ্মাসেতু নির্মাণের পথও। নানা দেশি-বিদেশি বাধা মাথা তুলে ভয় দেখিয়েছে। তবে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার অদম্য সাহস আর ইস্পাতদৃঢ় প্রত্যয়ের ফলেই স্বপ্নের পদ্মাসেতু আজ বাস্তব হয়ে ধরা দিয়েছে। পদ্মাসেতু রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একুশটি জেলাকেই কেবল গ্রথিত করেনি, পুরো বাংলাদেশকেই যেন এক স্বর্ণসুতোয় গেঁথে ফেলেছে। ভয়ংকর পদ্মা নদীকে নিয়ে এতকাল যেসব সৃষ্টিশীল সাহিত্যকর্ম রচিত হয়েছে, তার সঙ্গে এবার যোগ হতে চলেছে পদ্মাসেতু নিয়ে লেখা কবিতা-ছড়া-গান-গল্প-প্রবন্ধ-নিবন্ধ। স্বপ্নের পদ্মাসেতু হয়ে উঠেছে আমাদের শিল্প-সাহিত্য-সংস্কৃতি চর্চার নতুন অবলম্বনও।