রুকাইয়্যাৎ-ই-আলমগিরি সম্রাট আওরঙ্গজেবের (১৬৫৮-১৭০৭ খ্রি.) চিঠিপত্রের সংকলন। সম্রাট সংকলনটির বেশিরভাগ পত্র লেখেন দাক্ষিণাত্যে যুদ্ধ চলাকালে (১৬৮৩-১৭০৭ খ্রি.)। আওরঙ্গজেবের অন্যতম প্রধান সচিব ইনায়েত উল্লাহ পত্রগুলো গোপনে সংগ্রহ ও সংকলন করেন। পরবর্তীকালে সংকলনটির ইংরেজি অনুবাদ করেন বিশিষ্ট পণ্ডিত জামশিদ এইচ. বিলিমোরিয়া। বর্তমান গ্রন্থটি উক্ত সংকলনের বঙ্গানুবাদ। রুকাইয়্যাৎ-এ সংকলিত পত্রগুলো থেকে সম্রাটের ব্যক্তিগত জীবনের বিমূর্ত চিত্র পাওয়া যায়। অবশ্য, কখনো কখনো এসব পত্রে সম্রাট এবং তাঁর পিতার রাজত্বকালে সংঘটিত ঐতিহাসিক ঘটনাসমূহের উল্লেখ মেলে । প্রসঙ্গত উল্লেখ্য, আওরঙ্গজেব ইতিহাস রচনার ঘোরতর বিরোধী ছিলেন। তিনি তৎকালীন রাজকীয় কার্যবিবরণী সংরক্ষণ করা পর্যন্ত নিষিদ্ধ করেন। ফলে তাঁর শাসনামলের ইতিহাস রচনায় প্রামাণ্য উৎসের বিশেষ অভাব পরিলক্ষিত হয় । এই অভাব মোচনে অনেকটাই সহায়ক গ্রন্থ রুকাইয়্যাৎ-ই- আলমগিরি। বাংলা একাডেমি থেকে ১৯৭৪ সালে মুহম্মদ আবদুর রাজ্জাক অনূদিত আওরঙ্গজেবের পত্রাবলী শিরোনামে গ্রন্থটি প্রকাশ করা হয়। ইতিহাসচর্চায় বিষয়টির গুরুত্ব বিবেচনা করে সমকালীন পাঠকদের জন্য পুনরায় অনূদিত হয়ে গ্রন্থটি প্রকাশ করা হলো ।