স্বরূপসন্ধানী আত্মপ্রত্যয়ী এক মহীয়সী নারীর সংগ্রাম ও সাধনার পূর্ণাঙ্গ ইতিবৃত্ত রোকেয়া সাখাওয়াত হোসেন : জীবন ও সাহিত্যকর্ম । উনিশ শতকের বাংলার নবজাগরণের সঙ্গে রোকেয়ার সংশ্লিষ্টতা নানা দিকে। কথিত ঐ নবজাগরণে মুসলিম পশ্চাদপদতার ঐতিহাসিক- সামাজিক-সাংস্কৃতিক পটভূমির যুক্তিপূর্ণ ও তথ্যবহুল আলোচনা এই গ্রন্থের গুরুত্বপূর্ণ দিক । সমাজ সংস্কারে, শিক্ষার প্রসারে, কুসংস্কার বিদূরণে এবং একই সঙ্গে সাহিত্য-সাধনার বিচিত্র পথে রোকেয়ার অভিযাত্রা ও সাফল্যের পরিচয় এ গ্রন্থে বিধৃত রোকেয়ার ব্যক্তিসত্তা ও লেখকসত্তার বস্তুনিষ্ঠ উন্মোচনে, তাঁর সমকালীন পারিপার্শ্ব ও সময়ের বিশ্বস্ত ব্যাখ্যার সূত্রে তাঁর রচনাবলির নির্মোহ মূল্যায়নে এ গ্রন্থের তাৎপর্য গভীর। এক নিবিড় গবেষণার ফসল হিসেবে গ্রন্থটি রচিত বলে তথ্যের নির্ভরযোগ্যতা এবং প্রকাশের স্পষ্টতা এর অন্যতম বৈশিষ্ট্য । রোকেয়ার অগ্রন্থিত উল্লেখযোগ্য রচনার সংযোজন এই গ্রন্থের বিশেষ সমৃদ্ধি। রোকেয়া সাখাওয়াত হোসেন : জীবন ও সাহিত্যকর্ম বাংলাদেশে ও পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়সমূহে অধ্যয়নে, অধ্যাপনায় ও গবেষণায় আকর গ্রন্থরূপে সমাদৃত।
মুহম্মদ শামসুল আলম জন্ম ১ জানুয়ারি ১৯৪৪ চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বক্তপুর গ্রামে। স্থানীয় উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে ম্যাট্রিকুলেশন (১৯৫৯), চট্টগ্রাম কলেজ থেকে ইন্টারমিডিয়েট (১৯৬১) ও বিএ (সম্মান, ১৯৬৫)। বিএ (সম্মান) পরীক্ষায় মেধাতালিকায় আবাসিক মেধাবৃত্তি লাভ। ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন। পূর্ব পাকিস্তান শিক্ষা সার্ভিসে যোগদান, কারমাইকেল কলেজ ও চট্টগ্রাম কলেজে (১৯৬৮-১৯৭৫) শিক্ষকতার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগদান (১৯৭৫)। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ফেলোশিপের অধীনে পিএইচডি ডিগ্রি অর্জন (১৯৮৫)। দীর্ঘ চার দশকের শিক্ষকতা শেষে (২০১০) জ্যেষ্ঠ অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ । বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে রোকেয়া চেয়ার হিসেবে যোগদান (২০১৫-২০১৭)। নিয়ম অনুযায়ী দুটি গবেষণাকর্ম সম্পাদন। লেখালেখি ও গবেষণার ক্ষেত্রে সামাজিক ইতিহাস, নারী পরিস্থিতি ও লোকসাহিত্যে আগ্রহী। দেশে-বিদেশে আন্তর্জাতিক লোকসাহিত্য সেমিনারে অংশগ্রহণ । ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া মেমোরিয়াল ফাউন্ডেশন ও কলকাতাস্থ (ভারত) ‘সুরাহা-সম্প্রীতির আয়োজনে রোকেয়া স্মারক বক্তৃতা প্রদান। কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে আমন্ত্রিত (১৯৯৯ ও ২০০০ ) বিশেষজ্ঞ হিসেবে যোগদান। ভারত সরকার কর্তৃক আয়োজিত ভাষা পরিকল্পনা (NLP) কার্যক্রমে (Hyderabad Central University, Hyderabad, India) অংশগ্রহণ। ১৯৯৫-২০১০ পর্যন্ত Intl. Baccalaureate Organization (IBO), Cariff Wales, UK. এর পাঠ্যসূচি প্রণয়ন, দূরশিক্ষণ ও পরীক্ষা গ্রহণ । প্রকাশিত নিবন্ধের সংখ্যা বিশ এবং গ্রন্থ ছয়টি। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রকাশিত 'বাংলাপিডিয়া’ ‘বাংলাদেশের সাংস্কৃতিক সমীক্ষামালা'র অন্যতম ভুক্তি রচয়িতা।