সুনিল কুমার সরকার, পেশা—শিক্ষকতা, নিবাস—মঠগ্রাম, সিংড়া, নাটোর। গ্রাম্য সম্ভ্রান্ত রক্ষণশীল পরিবেশে বাল্যজীবন অতিবাহিত। কর্মজীবন শিক্ষার সাথে সম্পৃক্ত হলেও প্রকৃতির সঙ্গে যেন এক নিবির সম্পর্ক। এজন্যই হয়তো তার রচনায় প্রকৃতি একটি বই জায়গা করে নিয়েছে। শিক্ষা জীবনে তার লেখালেখি শুরু হলেও সেগুলি লেখার খাতাতেই সীমাবদ্ধ থেকেছে। স্কুল ম্যাগাজিন অথবা স্থানীয় সাহিত্য পত্রিকায় কিছু রচনা প্রকাশিত হলেও পুস্তাকারে কোনো রচনাই প্রকাশিত হয়নি। একাজে তাকে উদাসীন অথবা প্রচার বিমুখ হিসেবে আমি লক্ষ্য করে এসেছি। তার প্রতিষ্ঠানের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান সহ—শিক্ষক মোঃ আব্দুল মতিনের ক্রমাগত অনুপ্রেরণায় তিনি তার কবিতাবলীর একটি সংকলন প্রকাশ করবার প্রেরণা অনুভব করেন। তারই প্রেরণায় ‘‘আত্মস্বীকার’’ শিরোনামে কাব্যগ্রন্থটি প্রকাশিত হচ্ছে। গ্রন্থটিতে তিনি প্রতি—প্রেম—সামাজিক অসঙ্গগতি—মানবতার অবক্ষয়—মূলবোধের পদদলন—সততার জয়গান বিকৃতমনা স্বার্ধন্বেষীদের মুখোশ উন্মোচন গ্রামীন জীবন যাত্রার বিভিন্ন দিক সমূহ ফুটিয়ে তোলার প্রয়াস পেয়েছেন। যারা সামান্য মাত্র গ্রন্থ করতে ইচ্ছুক। তাদেরকে গ্রন্থটি পাঠ করতে অনুরোধ রাথি। তবে এটিও সত্য যে, গ্রন্থটি তাদের হৃদয় কতটুকু স্পর্শ করবে তা ভবিষ্যৎ পাঠক সমাজ বিবেচনা করবেন। প্রথম প্রকাশ হিসেবে গ্রন্থটির কিছু ভুল—ত্রুটি থেকে থাকতে পারে। সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশারাখি। বিনীত সৌমেন হোড়।