প্রিয় সাহিত্যপ্রেমি বন্ধুগণ জাতি—ধর্ম—বর্ণ নির্বিশেষে ছোট বড় সকলের প্রতি রহিল সুসাহিত্যের সাদর সম্ভাষণ। প্রিয় বন্ধুগণ সাহিত্য—সংস্কৃতির অন্তর্ভুক্ত একটি শাখা হলেও বুঝতে হবে সাহিত্য ছাড়া সংস্কৃতির সকল শাখাই অচল। সংস্কৃতির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সাহিত্যের বিচরণ। ভাষা ভিত্তিক সংস্কৃতিতে সাহিত্যের বিচরণ ও অবস্থান সবার শীর্ষে। ধর্মভিত্তিক সংস্কৃতি কিংবা আঞ্চলিক সংস্কৃতিতেও সাহিত্যের উপস্থিতি স্বদর্পে দৃশ্যমান। মনের ভাব প্রকাশে ভাষা যেমন গুরুত্বপূর্ণ একটি বিষয় তেমনিই ভাষার জন্য সাহিত্য ততটাই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বলতে পারেন ভাষার প্রাণ হচ্ছে সাহিত্য। সাহিত্য না থাকার কারণে অনেক সময় পৃথিবী থেকে অসংখ্য ভাষা হারিয়ে গেছে সময়ের অতল গহব্বরে। একটি ভষার উৎকর্ষ সাধনের জন্য, প্রসার ও বিকাশের জন্য, সময় উপযোগিতা স্থাপনের জন্য, শব্দভাণ্ডার বিস্তৃতির জন্য একমাত্র সাহিত্যচর্চা ছাড়া অন্য কোন বিকল্প নেই। কোন একটি শব্দ মহাকাল পাড়ি দিলেই যে সেটা সহজ ও বিকশিত হয়ে যাবে বিষয়টা মোটেও তেমন নয়। ভাষা বিকাশের জন্য প্রয়োজন অক্লান্ত পরিশ্রম ও অধ্যবসায়। তাই বলতে পারেন পৃথিবীতে কবি—সাহিত্যিকেরাই একমাত্র ভাষা বিকাশের প্রধান কারিগর। তাই আসুন বেশি বেশি বই পড়ি। নিজের পাশাপাশি অন্য দেরকেও বই পড়তে উৎসাহিত করি। সাহিত্যের সাথে মিতালি করে একটি সুস্থ সুন্দর সমাজ গড়ি। কবি সাহিত্যিকদের আরো বেশি বেশি সাহিত্যচর্চা করার জন্য অনুপ্রাণিত করি। ধন্যবাদ.......। —কৃতজ্ঞতায়:— —মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন।