"মিথলজি" বইয়ের ফ্ল্যাপের লেখা: মিথলজি সর্বকালের সর্বাধিক বিক্রিত বইগুলাের অন্যতম, এডিথ হ্যামিল্টনের বিশ্ববিখ্যাত ক্ল্যাসিক, যা এই ক্ষেত্রে অন্যান্য। বইগুলােকে তুলনা করার জন্য পরিণত হয়েছে একটি মানদণ্ডে। সংস্কৃতির একটি ভিত্তিমূল হলাে পুরাণে। বিষয়গুলাে এবং সুপ্রাচীন প্রবাদসমূহ-দেবতা ও বীরগণের উপাখ্যানগুলাে, যা মানুষের সৃজনশীলতাকে প্রাচীনকালের পর্ব থেকে উন্নীত করেছে আজকের দিনে। চিরায়তভাবে মন্ত্রমুগ্ধকারী কাহিনীগুলাের অতি নিখুঁত ও অভিগম্য পুনর্বৰ্ণনার মাধ্যমে এডিথ হ্যামিল্টন 'পুরাণ শাস্ত্রে জীবনের এই উত্তরাধিকারকে 'দান করেন এক নতুন মাত্রা। আমরা জানতে পারি অলিম্পাসের গ্রিক বেদতাকূলকে এবং ভ্যালহাল্লার নর্স দেবতাগণ সম্বন্ধে। আমরা উদ্ঘাটন করতে পারি আগামেমনন এবং ঈডিপাসের বংশপরম্পরার পরিণত এবং উদ্বেলিত হই জ্যাসন ও স্বর্ণমেষের চামড়া, কিউপিড ও সাইকি, এবং মেডুসার কাহিনীর 'প্রবাদপ্রতিম আকর্ষনে। আমরা আবিস্কার করি নভােমণ্ডলের নক্ষত্র রাজির নামসমূহের। উৎসকে এবং শিল্পকলা, সাহিত্য ও দর্শনের। অগণিত কাজের প্রসঙ্গ-ঘটনাসমূহকে এডিথ হ্যামিল্টনের এই উচ্চ-প্রশংসিত প্রয়াসটি হয়ে উঠেছে একটি ক্ল্যাসিক; প্রগাঢ় জ্ঞান, অন্তর্দৃষ্টি ও আনন্দ লাভের জন্য পরিণত হয়েছে এক অপরিহার্য উৎসে।