মানু্ষ হিসেবে জ্ঞান অন্বেষণ, মুক্ত-চিন্তা ও অসাম্প্রদায়িক চেতনা ধারার আমি একজন অনুরাগী শিক্ষানুবিশ। সাহিত্য ও সংস্কৃতি অঙ্গন আমার শিরায় শিরায় প্রবাহিত। লেখার গুণগত মানের বিবেচনা- আপনাদের বিচারেই রাখছি। তবে প্রতিনিয়ত চর্চা করে লেখার প্রয়াস চালিয়ে যাচ্ছি। দেড় শতাধিক কবিতা থেকে ৭৫ টি কবিতা নিয়ে আমার ১ম কাব্যগ্রন্থ ‘বিবর্ণ অনুরাগ’। পৃথিবীতে বহু ধরনের ভালোবাসা বিদ্যমান। ভালোবেসে যারা সফল হয়েছেন, তাদের কাছে ভালোবাসা বসন্তের কোনো ফুল বাগানের মতোই রঙিন। আবার কারো কারো জীবনে ভালোবাসা বিবর্ণ, ধূসর ও শুধুই মনস্তাপের স্মৃতি। সত্যিকার অর্থে ভালোবাসার রং-গন্ধ কিছুই নেই! কেবলই এ শুধু বিমূর্ত বিষয়। বিবর্ণ এই ভালোবাসা নিয়েই কেউ সুখী, কেউ আবার হতাশ। কেউ বিরহের অনলে পুড়ে নিজেকে ধ্বংস করছে, আবার কেউ এ বোঝা সহ্য করতে না পেরে অকালে প্রাণ উৎসর্গ করছে। ভালোবাসা বহুমাত্রিক-বহুরূপী-বহু সাধের। এমনই কিছু আবেগ অনুভূতি নিয়ে কবিতা রূপে প্রকাশ করার চেষ্টা করেছি মাত্র। দেশপ্রেম, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের চেতনা, প্রকৃতি, প্রেম, বিরহ ও ভালোবাসা’র অনুভূতি গুলো কাব্যগ্রন্থে জায়গা পেয়েছে। আপনাদের ভালোবাসা-সমালোচনা’ই আমার এগিয়ে চলার পাথেয়... -জি.বি.এম রুবেল আহম্মেদ