"ব্রেড উইনার" বইয়ের ফ্ল্যাপের লেখা: কোনাে প্রতিষ্ঠিত লেখক নন টম ও টুল, তবে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একজন প্রতিষ্ঠিত মানুষ। মেলবাের্ন শহর ছেড়ে ২৫৭ কিলােমিটার দূরে টকুম ওয়াল নামক অখ্যাত গ্রামীণ শহরের হতদরিদ্র একটি পরিবারে নিঃস্ব অবস্থায় জন্মগ্রহণ করে, পড়াশােনার ধারে কাছে না গিয়েও উত্তরপূর্ব অস্ট্রেলিয়ার স্বর্ণগর্ভা ভিক্টোরিয়ার অন্যতম শহর “বিচওয়ার্থে' সমগ্র দেশের মধ্যকার সর্ববৃহৎ বেকারি স্থাপনে সক্ষম হয়েছেন তিনি। জীবনের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠা অর্জন করার চমৎকার একটি নতুন প্রক্রিয়ার বর্ণনা করেছেন টম তার লেখা ‘বেড উইনার’ গ্রন্থটিতে। বইখানি লিখতে তাকে সাহায্য করেছেন বিখ্যাত লেখক ও সম্পাদক লয়েল টারলিং। ‘বেড উইনার’ ছাড়াও টম ও টুলের প্রকাশিত বেশ কয়েকটি সাড়া জাগানাে ডিভিডি এবং সিডি রয়েছে। এর মধ্যে উল্লেখযােগ্য হচ্ছে- 'মেকিং ডাে উয়িথ টম ওটল’, ‘ড্রপ এভরিথিং ফর দ্য কাস্টমার’, ‘ওয়ার্ক টুগেদার-উয়িন টুগেদার' এবং 'ডেয়ার টু ড্রিম’। পেশাদার বক্তা হিসেবে উন্নত বিশ্বের প্রায় সবক'টি দেশে আমন্ত্রিত হয়ে বক্তৃতা দিয়েছেন তিনি তার অর্জিত অভিজ্ঞতার ওপর। ওটলের জীবনলব্ধ সমূহ অজিতের নির্যাস হচ্ছে তার ‘ব্রেড উইনার’।
জন্ম : ৯ এপ্রিল ১৯৫২, সিলেট। মঞ্চ, বেতার ও টেলিভিশনের নাট্যশিল্পী ও নাট্যকার নির্দেশনা ও অভিনয় শত নাটকের উর্ধ্বে। ১৯৭১ সালে যখন সিলেটের মুরারিচাঁদ কলেজের বিএ ক্লাসের ছাত্র, তখন যােগ দেন মুক্তিযুদ্ধে ৫নং সেক্টরে সম্মুখ সমরে গুলিবিদ্ধ হন। সাহিত্যচর্চায় প্রথম প্রকাশনা ২০০০ সালে ওয়াল্টার ট্রবিশের ‘আই লাড্ড আ গার্ল’-এর অনুবাদ। ২০০৬ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক রচনা : একাত্তরে রণাঙ্গনে। এ বছর প্রকাশিত হচ্ছে রবিন.এস শর্মা লিখিত ‘দ্যা মঙ্ক হু সােল্ড হিজ ফেরারি’এর অনুবাদ। বিভিন্ন পত্র-পত্রিকা ও সাময়িকীতে ছােটগল্প, নিবন্ধ প্রভৃতি লিখে থাকেন। সিলেট জেলা শিল্পকলা একাডেমির নাট্য প্রশিক্ষক। বর্তমানে একটি বহুজাতিক কোম্পানিতে ফিল্ড ম্যানেজারের দায়িত্বে কর্মরত।