কবি হলেন ঈশ্বর? সৃজনক্ষেত্রে কবির চেয়ে বড় ঈশ্বর নেই; কারণ কবিতা হলো সাহিত্যের সবচেয়ে উঁচু মাধ্যম। কবি সারাক্ষণ ধ্যান ও জ্ঞান দিয়ে যে নির্মাণটি করেন, তা পৃথিবীর সাহিত্যের শ্রেষ্ঠতম ফসল। তারপরও কবিকে রুটির রোজগার করতে হয়? শুধু ধ্যান ও জ্ঞান নিয়ে তিনি থাকতে পারেন না। আবার রুটির রোজগার করতে গিয়েও তিনি সৃষ্টি করতে পারেন অমর পঙ্ক্তিমালা। সুতরাং আর্থিকভাবে কবি যেমনই হোন, সৃজনক্ষেত্রে কবির তুলনা আরেকজন কবি। কবিদের জীবন কেমন? কবিরা কি সংসারি হন না সংসার বৈরাগী হন? যখন সৃজনক্ষেত্রেই থাকবেন, তখন কতটা তারা স্বপ্নে থাকবেন, জাগরণে থাকবেন, কী খাবেন, কোথায় বসে খাবেন? ডাইনিং টেবিলে না হাইওয়ের পাশে টঙের দোকানে? কখন গোসল করবেন? কতক্ষণ ঘুমাবেন? বিয়ে করবেন না করবেন না? ছেলেমেয়েদের প্রতি তাঁদের নজর কতটুকু? যৌনক্রিয়ায় তাঁরা আগ্রহী কি না? আকাশের বজ্রমেঘে তাঁরা কম্পিত হন কি না? নদী ভ্রমণের সময় তাঁরা ঘূর্ণন দেখেন কি না? তাঁরা কি পাকা রাস্তা না কাঁচা রাস্তায় হাঁটতে ভালোবাসেন? ভ্রমণে তাঁরা কতটা উৎসাহী? মানুষের সঙ্গে কথা বলতেই-বা তাঁরা কতটা অভিজ্ঞ? আসলে তাঁরা কবিতার উদ্যাপন করেন কি না কিংবা সংসারী জীবন প্রকারান্তরে চান কি না? ইত্যকার বিষয়গুলো জানার আগ্রহও থাকে অনেক পাঠকের বা সমাজের অনেক মানুষের। সে কারণে কবিদের সাক্ষাৎকার হয়ে ওঠে মূল্যবান ইনটেলেকচুয়াল পোপার্টি বা সাহিত্য-সম্পদ। দৃষ্টিকোণ সেখানে রেখেই বাংলাদেশের সমকালীন বারোজন কবির সাক্ষাৎকার গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যাঁদরে সাক্ষাৎকার নওেয়া হয়ছে, তাঁরা হলনে- শামসুর রাহমান, আল মাহমুদ, সৈয়দ শামসুল হক, আবুবকর সিদ্দিক, শহীদ কাদরী, সিকদার আমিনুল হক, মহাদেব সাহা, নির্মলেন্দু গুণ, হেলাল হাফিজ, হাবীবুল্লাহ সিরাজী, কামাল চৌধুরী ও সাইফুল্লাহ মাহমুদ দুলাল
জন্ম ১৯৬৫ সালে শেরপুর জেলায়। পড়াশোনা : ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১০ সালে পিএইচডি ডিগ্রি এবং একই বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বিএ অনার্স ও এমএ ডিগ্রি অর্জন করেছেন। লেখালেখির শুরু ১৯৮০ সালে। গল্প দিয়েই লেখা শুরু হয়েছিল। এরপরে কবিতা ও গবেষণায় অধিক মনোযোগী হন। এ যাবত প্রকাশিত হয়েছে তাঁর ১০টি গ্রন্থ। গ্রন্থসমূহ : কবিতা : হাওয়ায় রাত ভাসে ভাসে নিদ্রা, ফড়িঙের পাখা পোড়ে, নদীর তলপেট ফোঁড়ে উড়ে যায় রোদ, খোলা দীর্ঘশ্বাস, আমি দেখি অন্য আকাশ : নির্বাচিত কবিতা, যখন ভাঙে নক্ষত্র। প্রবন্ধ : নরোম রোদের আলোয়। গবেষণা : বাংলাদেশের পুতুল নাচ, বাংলাদেশের হাজং জনগোষ্ঠী। সম্পাদক : লোকনন্দন বিষয়ক পত্রিকা ‘বৈঠা’। জ্যোৎস্না, বৃষ্টি ও গ্রাম বিষয়ক ‘বৈঠা’র আলোচিত সংখ্যা।