'ছোটোদের ছড়ামালা' বইটি একেবারেই শিশুদের জন্য রচিত আনন্দ পাঠ। শিশুপাঠ্য হিসেবে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার্থীদের জন্য উপযোগী। এই বইতে সংকলিত ছড়াগুলি শিশুমনের খেয়াল রেখেই রচিত। এই ছড়াগুলি শিশুরা নিজেরা পড়ে বলতে পারে অথবা মা- ঠাকুমার মুখ থেকে শুনে শিখতে পারে। এই পাঠের মাধ্যমে শিশুরা যেমন আনন্দ পাবে তেমনি তাদের ভাষাগত দক্ষতাও বৃদ্ধিপ্রাপ্ত হবে। আধো আধো মুখে ছড়ার ছন্দঝংকার তার মানসিক ও বৌদ্ধিক বিকাশে সহায়তা করবে। এই বইতে ছড়ার পাশাপাশি মানানসই চিত্র ও সন্নিবেশিত হয়েছে যা শিশুদের ক্ষেত্রে খুবই চিত্তাকর্ষক হবে। আজকালকার দিনে শিশুদের মোবাইল ফোনের প্রতি আসক্তি থেকে দূরে রাখতে ছড়া শ্রবণ ও উচ্চারণ খুবই কার্যকরী হবে। ছড়া সৃজনশীলতা বাড়ায় , শিশুর কল্পনাকে উদ্দীপিত করে ।প্রশান্তিদায়ক রঙিন ছবিসহ এই সুরেলা ছোট ছড়াগুলি ধ্বনিগত সচেতনতা বিকশিত করতে সহায়ক হবে। ছড়া বাচ্চাদের শব্দ উচ্চারণ করতে শেখায়, তাদের প্রাথমিক শব্দভাণ্ডার তৈরি করে এবং সৃজনশীল দক্ষতা বাড়ায়। এই ছড়াগুলি বাচ্চাদের তাদের পড়ার যাত্রা শুরু করতে এবং তাদের ভাইবোন,বন্ধু,শিক্ষক-শিক্ষিকা, পিতামাতা ও পরিবারের সদস্যদের সাথে গান এবং নাচের ছন্দে উপভোগ করতে সাহায্য করবে।