বইটিতে বাস্তবতার নিরিখে একজন সৎ, আদর্শ, কর্মঠ, সাহসী ও আধুনিক চিন্তাশীল নারী চরিত্রকে রূপ দেওয়া হয়েছে। যদিও এই মহিয়সী নারী চরিত্রটি আমার শ্রদ্ধেয় মাতা অরুণা সাহার জীবনের ঘটে যাওয়া সকল বাস্তব ঘটনাকে কেন্দ্র করে বইটি লেখার আপ্রাণ চেষ্টা আমার। আমি মনে করি, এই বইটি সব বয়সের ছেলে এবং বিশেষ করে মেয়েদের জন্য অনুপ্রেরণামূলক একটি আদর্শ আত্মজীবনীমূলক বই। বইটির আদ্যোপান্ত পড়ে পাঠক উৎসাহ পাবেন জীবনের চলার পথে। এই বইটিতে আছে মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধাদের অবদানের কথা। আছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুরু হবার কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত ইতিহাস ও তথ্য। শিক্ষণীয় একটি বই সকল পাঠকের জন্য আমি দিতে পেরে আনন্দিত। আমার বিশ্বাস, পাঠক এই বইটি পড়ে যেতে ক্লান্তি বোধ কিংবা একঘেয়েমীতে ভুগবেন না। একটি অধ্যায় পড়ে অন্য একটা অধ্যায় পড়ার জন্য পাঠক নিজেই আগ্রহী হয়ে উঠবেন বলে আমি আশা করি। আমার মাকে নিয়ে এই স্বপ্নের বইটির সুন্দর প্রচ্ছদ এঁকেছে আমার মেয়ে ডা: অর্থি সাহা। তিন প্রজন্মের একটি মেলবন্ধনে রচিত হয়েছে ‘স্বাধীন বাংলা বেতারের কন্ঠযোদ্ধা অরুণা’ বইটি। ---আইভি সাহা