“ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭টি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।" ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭টি কলেজের চূড়ান্ত সিলেবাসের আলোকে নতুন আঙ্গিকে নতুন প্রচ্ছদে Principles of International Trade and Finance 'আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়নের মূলনীতি' গ্রন্থটি প্রকাশিত হওয়ায় মহান আল্লাহ্ তায়ালার দরবারে এ জন্য শুকরিয়া আদায় করছি। হাতে যথেষ্ট সময় নিয়েই এবারের সংস্করণের কাজটি শুরু করা সম্ভব হয়েছে। লেখক মহোদয় দীর্ঘ শ্রম দিয়ে Principles of International Trade and Finance 'আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়নের মূলনীতি' বইটিতে ছোটখাট যেটুকু ঘাটতি ছিল, এবারের সংস্করণে লেখক মহোদয় যথেষ্ট সময় পাওয়ায় তা সম্পন্ন করতে পেরেছেন। শুধু তাই নয়, অনেক নতুন অংশ বর্তমান সংস্করণে সংযুক্ত হয়েছে। শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলীর প্রতি অনুরোধ- সংস্করণ তো একটি চলমান প্রক্রিয়া, আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ লেখক মহোদয়কে অথবা আমাকে জানাতে পারেন। আমরা আন্তরিকভাবে চেষ্টা করবো, আপনাদের সুচিন্তিত মূল্যবান মতামত বা পরামর্শগুলোকে গুরুত্ব দিয়ে পরবর্তী সংস্করণে গ্রন্থে তা সন্নিবেশ ঘটানোর।
Title
আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়নের মূলনীতি (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ)