মানুষকে আল্লাহ তা'আলা এমন এক বিশেষ নেয়ামত দিয়েছেন, যা অন্য কোনো প্রাণীকে দেন নাই। সেটি হলো— মানুষের বিবেক। বিবেকের কারণেই মানুষ সমস্ত মাখলুকের উপর শ্রেষ্ঠ। বিবেকের এক বিশেষ দাবী হলো— চিন্তা করা, ফিকির করা, আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবা। পবিত্র কুরআনে আল্লাহ তা'আলা মানুষদেরকে সম্বোধন করে বারবার চিন্তাভাবনার প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন, উৎসাহ প্রদান করেছেন। বিবেকের অন্যতম আকর্ষণীয় বিষয় হলো— লজিক বা যুক্তি। অনেক ক্ষেত্রে সহজ একটা বিষয়কেও বিবেক মেনে নিতে চায় না; কিন্তু যখন তার সামনে লজিক উপস্থাপন করা হয়, তখন সে সহজেই মেনে নেয়। ত্যাঁড়ামির কারণে মেনে না নিলেও চুপ থাকতে বাধ্য হয়। পবিত্র কুরআনে আল্লাহ তা'আলা নিজের একত্ব, বড়ত্ব ও শ্রেষ্ঠত্ব বোঝাতে গিয়ে মুশরিকদেরকে বহু যুক্তি ও লজিক দিয়েছেন। সুতরাং একথা বললে অত্যুক্তি হবে না -যুক্তি বা লজিক দিয়ে কোনো ভালো বিষয়কে সহজে উপস্থাপন করা আল্লাহ তা'আলার এক অন্যতম সুন্নাহ। সেই সুন্নাহ অনুসরণ করেই কয়েকটি লজিক্যাল গল্পের মাধ্যমে সহজে বোধগম্য করা হয়েছে দ্বীন-ইসলামের বহু বিষয়। দুই মলাটে আবদ্ধ সেই গল্পগুলোর সমষ্টিই ‘লজিক্যাল মাইন্ড।’ বাকি আলাপ পরে হবে। এবার মলাট খুলে দেখা যাক...