আল-কুরআনের শব্দসমূহ সংক্ষিপ্ত বিবরণ: কুরআন বুঝার জন্য আমরা অনেক কোর্স করি বা অনেক বই পড়ি। কিন্তু দেখা যায়, অনেক সময়ই আমাদের মূল উদ্দেশ্য অর্থাৎ কুরআন পড়ার সময় বুঝতে পারার যোগ্যতা অর্জন হয় না। এর একটি অন্যতম বড় কারণ হলো কুরআনের শব্দার্থ ভালোভাবে মুখস্থ না থাকা। সেক্ষেত্রে সমাধান যে কুরআনের শব্দার্থ মুখস্থ করা তা আর বলার বাকি থাকে না। তবে এখানে কিছু ব্যাপার থাকে; যেমন হাজার হাজার শব্দ মুখস্থ করা যত কঠিন, তার চেয়েও বেশি কঠিন শব্দগুলো মনে রাখা। এই মুখস্থ করা ও মনে রাখা কেন্দ্রিক না সমস্যা ও জটিলতাগুলোর কথা মাথায় রেখেই রচনা করা হয়েছে ‘كَلِمَاتُ القُرآنِ’ বা ‘আল-কুরআনের শব্দসমূহ’ বইটি। এতে কুরআনে ব্যবহৃত শব্দগুলো আয়াতাংশের সাথে উল্লেখ করা হয়েছে আর একই সাথে লিস্ট করা হয়েছে সমার্থক ও বিপরীতার্থক শব্দ। শেষের দিকে কাছাকাছি উচ্চারিত শব্দসমূহ একসাথে দেখানো হয়েছে। আশা করা যায়, ভালো কোনো ব্যাকরণের বই থেকে বাক্যগঠনের নিয়ম শিখে এই বই অধ্যয়ন করলে একজন পাঠক অতি দ্রুত আরবিতে কুরআন বুঝতে পারবেন ইন শা আল্লাহ। ফাজায়েলে কুরআন সংক্ষিপ্ত বিবরণ: একটা সময় মানুষ তথ্য ও তত্ত্বের থেকে কেবল ফজিলত সংক্রান্ত গ্রন্থই বেশি পছন্দ করতো। জ্ঞান-সচেতনতার কারণে পাঠ্য বিষয় নির্বাচনে মানুষের সে-পছন্দে পরিবর্তন এলেও, একজন মুমিনের জীবনে ফজিলত জানার গুরুত্ব থেকেই যায়। এই দুইয়ের এক নিদারুণ ও ভারসাম্যপূর্ণ একাত্ম অবস্থা আমরা খুঁজে পাই ইমাম নাসায়ী রহিমাহুল্লাহ’র এই গ্রন্থটিতে। ছোট্ট এ-গ্রন্থে সংকলিত ১২৬টি হাদিসে একদিকে যেমন কুরআন ও তার বিভিন্ন অংশের ফজিলত-সংক্রান্ত আলোচনা আছে, তেমনই সন্নিবেশ হয়েছে কুরআন নাজিলের শুরু থেকে শেষ হয়ে সংকলন পর্যন্ত নানা তথ্যবহুল হাদিস। . আল্লাহর কালাম কুরআনুল কারীম সম্পর্কে বহুমাত্রিক বিষয় জানার জন্য এটি তলিবুল ইলমদের জন্য খুবই উপযোগী একটি গ্রন্থ। আর কুরআনের ফজিলত সংক্রান্ত বিষয়গুলো তো কেবল তালিবুল ইলমদের জন্যই নয়, বরং সকল মুসলিমেরই জানা উচিত। তাই কুরআন সম্পর্কে সামগ্রিক ধারণালাভের জন্য এটি তলিবুল ইলব বা সাধারণ পাঠক সকলের জন্যই একটি চমৎকার বই হবে বলে আমরা আশাবাদী তাদাব্বুরে সূরা নাসর’ বইয়ের সংক্ষিপ্ত বিবরণ: কুরআনের বিস্ময় কখনও শেষ হবার নয়। প্রতিটি আয়াত নিয়ে যত চিন্তা করা হবে, তাদাব্বুরের দৃষ্টিতে এর অর্থ নিয়ে যত ভাবা হবে, ততই তার ভেতর থেকে নতুন নতুন শিক্ষা ও নসিহতের ঝরনাধারা নেমে আসবে। ছোট্ট একটি আয়াতও কত বিস্তৃত মর্ম ধারণ করে এবং নিজের ভেতর কত বৈচিত্রময় শিক্ষাকে অন্তর্ভুক্ত রাখে তা দেখে বিস্ময়াভিভূত হতে হয় অনেক সময়। সূরা নাসর কুরআনের ছোটো সূরাগুলোর অন্যতম। মাত্র তিন আয়াতের এই সূরাটি থেকে সৌদি-আরবের একজন প্রসিদ্ধ আলিম শাইখ সালিহ আল-উসাইমী অত্যন্ত চমৎকার অনেকগুলো ফায়দা বের করে এনেছেন। সংক্ষিপ্ত সেসব ফায়দাকে অক্ষুণ্ণ রেখে এর সাথে প্রয়োজন মাফিক ব্যাখ্যা সংযোজন করে উপস্থাপন করা হয়েছে এই বইটিতে। কুরআনপ্রেমী পাঠকদের জন্য বইটি হতে পারে তাদাব্বুরের সুন্দর দৃষ্টান্ত।