ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭টি কলেজের সম্প্রতি পরিবর্তিত সর্বশেষ সিলেবাসের আলোকে নতুন আঙ্গিকে নতুন প্রচ্ছদে বাংলাদেশের দলীয় রাজনীতি Party Politics in Bangladesh গ্রন্থটি প্রকাশিত হওয়ায় মহান আল্লাহ্ তায়ালার দরবারে এ জন্য শুকরিয়া আদায় করছি। হাতে যথেষ্ট সময় নিয়েই এবারের সংস্করণের কাজটি শুরু করা সম্ভব হয়েছে। লেখক মহোদয় দীর্ঘ শ্রম দিয়েছেন, এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭টি কলেজের চলমান সিলেবাস আবারও হঠাৎ পরিবর্তন হওয়াতে বাংলাদেশের দলীয় রাজনীতি Party Politics in Bangladesh বইটিতে ছোটখাট যেটুকু ঘাটতি ছিল, এবারের সংস্করণে লেখক মহোদয় যথেষ্ট সময় পাওয়ায় তা সম্পন্ন করতে পেরেছেন। শুধু তাই নয়, অনেক নতুন অংশ বর্তমান সংস্করণে সংযুক্ত হয়েছে। শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলীর প্রতি অনুরোধ- সংস্করণ তো একটি চলমান প্রক্রিয়া, আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ লেখক মহোদয়কে অথবা আমাকে জানাতে পারেন। আমরা আন্তরিকভাবে চেষ্টা করবো, আপনাদের সুচিন্তিত মূল্যবান মতামত বা পরামর্শগুলোকে গুরুত্ব দিয়ে পরবর্তী সংস্করণে গ্রন্থে তা সন্নিবেশ ঘটানোর। স্নেহের শিক্ষার্থীদের কাছেও একই কথা বলবো, তোমাদের যেকোনো মতামত আমাকে অথবা লেখক মহোদয়কে জানাবে- তোমাদের মতামত
Title
বাংলাদেশের দলীয় রাজনীতি - ৭ কলেজের মাস্টার্স (শেষ বর্ষ) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য