প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম-দশম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়ে তোমরা শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপে পদার্পণ করেছো। কেননা এই সময়ের পড়াশোনাই তোমার ভবিষ্যৎ জীবনের ভিত রচনা করবে। তাই এখন থেকে তোমার প্রতিটি পদক্ষেপ সুপরিকল্পিত ও গোছানো হওয়া আবশ্যক। এটা একদিকে যেমন তোমাকে পরীক্ষার জন্য প্রস্তুত হতে সাহায্য করবে, অন্যদিকে তোমার চিন্তার গভীরতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যেটা তুমি সামনের দিনগুলোতে কাজে লাগাতে পারবে। তোমরা যাতে তোমাদের প্রস্তুতি খুব সহজে ও টপিকের গুরুত্ব বুঝে নিতে পারো সে লক্ষ্যে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি এই Master Book। আমরা তো মেইন বই পড়ছি তবে কেনো এই Master Book?- এমন প্রশ্ন তোমাদের মাথায় আসতে পারে। তাই বলছি, আমরা জানি মূল বইয়ের বিকল্প কিছু নেই, এবং সেটা অনুভব করেই আমরা চেষ্টা করেছি কী করে ‘বাদ যাবে না একটি টপিক’ ধারণাকে বাস্তবে রূপ দেওয়া যায়। যেখানে তোমাদের পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ Unit গুলোর Lesson তো থাকবেই পাশাপাশি থাকবে সহায়ক আরও অনেক তথ্য। উদ্ভাস বিশ্বাস করে, শিক্ষার প্রকৃত আনন্দ খুঁজে পেতে বুঝে বই পড়া ও প্রতিটি টপিক সম্পর্কে স্বচ্ছ ধারণা খুবই জরুরি, সাথে সাথে বোর্ড পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কেও অবগত থাকা প্রয়োজন। তাই আমরা “Master Book” বইটি প্রস্তুত করেছি এই সকল কিছুর সমন্বয়ে, যেখানে রয়েছে ––– √ বোর্ড প্রশ্নের আলোকে Sample Question √ প্রতিটি Passage এর Word Meaning √ Synonyms and Antonyms √ Easy Translation, Grammatical Points, Notes √ বঙ্গানুবাদ ও ব্যাখ্যাসহ Multiple Choice Questions and Practice √ বঙ্গানুবাদ ও ব্যাখ্যাসহ SAQ and Practice √ বঙ্গানুবাদ ও ব্যাখ্যাসহ Fill in the gap and Practice √ বঙ্গানুবাদসহ Unseen √ Matching √ বঙ্গানুবাদসহ Rearranging √ Grammar Part এছাড়াও সহজ ট্রিকসসহ Writing Test-তো থাকছেই! আশা করি বইটি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে ও সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে, আর সেটাই আমাদের সার্থকতা। তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো- Master Book পড়ে তুমিও হয়ে ওঠো Class Master!