পাঠক হিসেবে চাই অক্ষরচর্চা এগিয়ে থাকুক। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতিচর্চার ধারাবাহিক রূপ এই বই। ড. কুন্তল বড়ুয়ার প্রসঙ্গ : চাকমা নাটক। তিনি 'চাকমা সম্প্রদায়ের নাট্যচর্চা' এই অভিসন্দর্ভের জন্য। পিএইচডি অর্জন করেন। তারই ধারাবাহিক হিসেবে বেশ কিছু নাটক ও নাট্যকার নিয়ে তার এই গবেষণা পাঠ। ইতোমধ্যে এটি গুরুত্বপূর্ণ দলিলরূপে অনেককেই মুগ্ধ করেছে। কেননা, এতে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ভাষা, বিশ্বাস, আচার, জীবনযাপন, লোকাচার-শৃঙ্খলা ওঠে এসেছে। বহু বৈশিষ্ট্যের এই নৃগোষ্ঠীগুলো নানা বৈচিত্র্যে ভরপুর। চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, চাক, লুসাই, পাংখোয়া, বম, ম্রো, খেয়াং, খুমি এবং রাখাইনসহ মঙ্গোলীয়-তিব্বতি-বর্মি জাতিগোষ্ঠী উল্লেখ্য। নতুন নতুন সাংস্কৃতিক বাতাবরণের দুয়ার উন্মোচিত হয়ে যায়, যখন একটু ভাববিনিময়ের উপলক্ষ তৈরি হয়। ঠিক এই বইটি আমাদের কাছে ভাবের বার্তা বয়ে নিয়ে এসেছে। বিভিন্ন পত্রিকা সাময়িকীতে প্রকাশিত কয়েকটি গবেষণা-গদ্যই বইয়ে গ্রন্থিত হয়েছে। এই বইয়ে প্রাচীন চাকমা আখ্যানপালা গেংগুলীগীদ- এর প্রয়োগরীতি ও ভাবনা, নানা নাট্য-আখ্যান, লোক- সাহিত্য, নৃত্যাচার, কৃত্যাচার এবং প্রচলিত-অপ্রচলিত সমাজধারণা ও প্রভাব নিয়ে আলোচিত হয়েছে। সূত্র উল্লেখপূর্বক বিশ্লেষণ ও গবেষণার অনন্য এই বইয়ে বহুরকম আনন্দ ছড়িয়ে আছে। পাঠের ভালোলাগা বা মজে যাওয়ার এখান থেকেই শুরু হোক। .. মনিরুল মনির .. .. কুন্তল বড়ুয়া: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, ২০০৯ সালে পূর্ণাঙ্গ নাট্যকলা বিভাগের প্রতিষ্ঠিত শিক্ষকদের একজন। শিক্ষা, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে (আই.সি.সি.আর) স্কলারশিপ নিয়ে নাট্য নির্দেশনা . (অনার্স), এম.এ। ১৯৯১-১৯৯৩ সালে 'ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড এ্যালাইড আর্ট (IFAA) পশ্চিমবঙ্গ, কলকাতা থেকে টেলিভিশন ও চলচ্চিত্রের উপর ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেন। ২০০৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে অধ্যাপক ড. সৌরেন বিশ্বাসের তত্ত্বাবধানে পিএইচ.ডি. লাভ করেন। ১৯৮১ সালে চট্টগ্রামের অন্যতম নাট্যদল 'গণায়ন নাট্য সম্প্রদায়'-এর সঙ্গে যুক্ত হন। বর্তমানে 'কথাসুন্দর' নাট্যদলের প্রতিষ্ঠাতা। দেশে বিদেশে এ পর্যন্ত ৫০টি নাটক নির্দেশনা দেন। . পুরস্কার ও সম্মাননা- আরণ্যক নাট্যদল, ঢাকা (২০১৩), থিয়েটার ওয়ার্কশপ, চট্টগ্রাম (২০১৮), International Theatre And Dance Festival (২০১৪), Spandan, Rourkela, Odisha, India, আচার্য্য দীনেশচন্দ্র সেন রিচার্স সোসাইটি প্রবর্তিত, "হীরালাল সেন স্বর্ণপদক' (২০২৩), বুড্ডিস্ট ই-মার্ট, (২০২০), বিটিভি (ত্রিপুরা), আগরতলা (২০২৩)। . লেখকের প্রকাশিত গ্রন্থ- রক্ত বেজেছে উৎসব (যৌথ) (ছড়াগ্রন্থ), রাজনৈতিক ছড়া (১৯৯০), নাটকের নানা দিক (চিহ্ন, কলকাতা, পশ্চিমবঙ্গ)। . প্রকাশিতব্য গ্রন্থ- চাকমা সম্প্রদায়ের নাট্যচর্চা (অভিসন্দর্ভ), চট্টগ্রাম মঞ্চে রবীন্দ্রনাটক, চট্টগ্রাম কলেজ নাট্যচর্চা (Research and Publication Cell University of Chittagong. Bangladesh), ইবসেনের নাটক ও অন্যান্য . সম্পাদনা- ১। আচাৰ্য হেমেন্দু বিকাশ চৌধুরী সংবর্ধনা গ্রন্থ ২। সংঘনায়ক ড. এস. ধর্মপাল সুবর্ণজয়ন্তী '৯৯ । আধুনিক বাংলা নাটকের ইতিবৃত্ত ও সমাজচিত্র সমীক্ষা ৩ (১৮০০- ২০১৫), ড. মুহাম্মদ আবুল কাশেমসহ যৌথ সম্পাদিত