সাংবাদিক ও লেখক জামালউদ্দিন জামালের নবম গ্রন্থ ‘সাবেক সেনাপ্রধান লে. জেনারেল মাহবুবুর রহমানের বর্ণাঢ্যজীবন’। মাহবুবুর রহমানের শৈশব-কৈশোর, শিক্ষাজীবন ও কর্মময় জীবন এই গ্রন্থে স্থান পেয়েছে। জামাল গ্রন্থটি লিখেছেন ভিন্ন আঙ্গিকে। সাবেক সেনাপ্রধান অনেকেই আছেন কিন্তু তাঁর মতো বিস্তৃত ও বর্ণাঢ্যজীবন সবার নেই। লেখক সেই বিষয়গুলো সুনিপিুণভাবে তুলে ধরেছেন। লেখক মাহবুবুর রহমানের লেখা ২টি গ্রন্থের বর্ণনা দিয়েছেন। নিসন্দেহে মাহবুবুর রহমান একজন বড় মাপের কথা সাহিত্যিক। মাহবুবুর রহমানের ছেলেবেলার স্মৃতি পাঠককে আকৃষ্ট করবে। তাঁর লেখা তাঁর কর্মময় জীবন পাঠ করলে পাঠক উপকৃত হবে এবং অনেক কিছুই জানতে পারবে। মাহবুবুর রহমান সরকারি ও ব্যক্তিগতভাবে ঘুরে বেড়িয়েছেন দেশ-দেশান্তরে। শিক্ষকদের স্মৃতিকথা, তাঁর মায়ের কথা এতে স্থান পেয়েছে। পুরনো দিনের তার কর্মময় জীবনের কিছু স্থিরচিত্র গ্রন্থটিকে আরো সমৃদ্ধ করছে। দলমতের উর্ধ্বে থেকে কিভাবে সেনাবাহিনীতে নেতৃত্ব দিতে হয়, কিভাবে বিদেশীদের সাথে ক‚টনৈতিক সম্পর্ক গড়ে তুলতে হয় সেই সব বিষয়গুলো লেখক জামাল তুলে ধরেছেন। বইটি পড়লে বিশেষ করে নতুন প্রজন্ম দেশসেবায় উদ্ভুদ্ধ হবে। মাহবুবুর রহমানের কয়েকজন ঘনিষ্ঠজন এবং বিশিষ্টজনেরা লিখেছেন এবং বক্তব্য দিয়েছেন। ফলে খুটিনাটি বিষয়গুলোও গ্রন্থে উঠে এসেছে। মাহবুবুর রহমানের মানবিক ও বিনয়ী স্বভাবের কথা গ্রন্থটিতে স্থান পেয়েছে। তাঁর জীবনের ব্যক্তিগত বিষয়গুলো পড়লে এবং অনুসরণ করলে নতুন প্রজন্ম নিজেকে একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এই গ্রন্থ সহায়কশক্তি হিসেবে কাজ করবে এতে কোনো সন্দেহ নেই।
Title
সাবেক সেনাপ্রধান লে. জেনারেল মাহবুবুর রহমানের বর্ণাঢ্য জীবন